এরশাদের ‘কবর নিয়ে’ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি দলটির শীর্ষনেতারা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সিএমএইচে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর কোথায় তাঁর করব দেয়া হবে সেই কবরস্থানের যায়গা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও এমপিদের যৌথসভায়। বৃহস্পতিবার জাপার প্রেসিডিয়াম ও এমপিদের যৌথসভায় সভা দুপুর তিনটা থেকে শুরু হয়ে চলে আড়াই ঘন্টা।

জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সভাপতিত্বে, কেউ সাভারে দুই বিঘা জমি দেয়ার প্রস্তাব দিয়েছেন, কেউ ৫ কোটি টাকা দেয়ার প্রস্তাব করেছেন, আবার কেউ মোহাম্মদপুরে জমি কেনার প্রস্তাব দিয়েছেন। কেউ আবার সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় করব দেয়ার প্রস্তাব করেন। তবে সাবেক প্রেসিডেন্টের এরশাদের ‘কবর নিয়ে’ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি দলটির শীর্ষনেতারা। তবে দলের সিনিয়র কো চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বৈঠকে আসেননি।

এর আগে দুপুরে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি জানান, তিন দিন ধরে সাবেক প্রেসিডেন্ট জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, এরশাদের ফুসফুস ও কিডনী কিছুটা উন্নতি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!