জাতীয়তাবাদী তাঁতী দলের ১২৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে সর্বমোট ১২৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

নবগঠিত কমিটিতে আবুল কালাম আজাদকে, আলহাজ মো. মজিবুর রহমানকে সদস্য সচিব ও ২০ জন যুগ্ম-আহ্বায়কসহ ১০৬ জনকে সদস্য করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এই আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

নিচে আহ্বায়ক কমিটি তালিকা দেয়া হলো:

ক্র.নং, নাম, ঠিকানা, জেলা ও পদবী
১. আবুল কালাম আজাদ, চাঁদপুর সদর, চাঁদপুর- আহ্বায়ক
২. অধ্যাপক বাহা উদ্দিন বাহার, পটুয়াখালী সদর, পটুয়াখালী- যুগ্ম-আহ্বায়ক
৩. ডঃ কাজী মনিরুজ্জামান, মোড়লগঞ্জ, বাগেরহাট- যুগ্ম-আহ্বায়ক
৪. আব্দুল মতিন চৌধুরী, কমলগঞ্জ, লক্ষ্মীপুর- যুগ্ম-আহ্বায়ক
৫. শেখ মোঃ ইউনুস, পাবনা সদর, পাবনা- যুগ্ম-আহ্বায়ক
৬. জাহাঙ্গীর আলম মিয়াজী, চাঁদপুর সদর, চাঁদপুর- যুগ্ম-আহ্বায়ক
৭. মোঃ সহিদ উল্লাহ, রাজশাহী সদর, রাজশাহী- যুগ্ম-আহ্বায়ক
৮. মোঃ গোলাম মাওলা খান বাবলু, বেলকুচি, সিরাজগঞ্জ- যুগ্ম-আহ্বায়ক
৯. হাজী মঞ্জুর মোরশেদ চৌধুরী, জয়পুরহাট সদর, জয়পুরহাট- যুগ্ম-আহ্বায়ক
১০. মোঃ বাশারুল আলম কামাল, কুমিল্লা সদর, কুমিল্লা- যুগ্ম-আহ্বায়ক
১১. মোঃ রেজাউল ইসলাম, দিনাজপুর সদর, দিনাজপুর- যুগ্ম-আহ্বায়ক
১২. ফয়েজ আহমেদ দৈলত, সিলেট সদর, সিলেট- যুগ্ম-আহ্বায়ক
১৩. গোলাপ মঞ্জুর, রায়পুর, নরসিংদী- যুগ্ম-আহ্বায়ক
১৪. জে.এম আনিস, পটুয়াখালী সদর, পটুয়াখালী- যুগ্ম-আহ্বায়ক
১৫. জাকির হোসেন লিটন, সন্দীপ, চট্টগ্রাম- যুগ্ম-আহ্বায়ক
১৬. হাজী ফিরোজ কিবরিয়া, চরফ্যাশন, ভোলা- যুগ্ম-আহ্বায়ক
১৭. মুস্তাফা কামাল হাওলাদার, বরগুনা সদর, বরগুনা- যুগ্ম-আহ্বায়ক
১৮. মোঃ ছিদ্দিক, সদর উত্তর চট্টগ্রাম- যুগ্ম-আহ্বায়ক
১৯. ইছাহক আলী, নওগাঁ সদর, নওগাঁ- যুগ্ম-আহ্বায়ক
২০. কাজী মোঃ রেজাউল করিম, কুমিল্লা সদর, কুমিল্লা- যুগ্ম-আহ্বায়ক
২১. সাখাওয়াত হোসেন আশিক, টঙ্গীবাড়ী, মুন্সীগঞ্জ- যুগ্ম-আহ্বায়ক
২২. আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, সোনারগাঁও, নারায়ণগঞ্জ- সদস্য-সচিব

২৩. মিলন ইসলাম খান, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ- সদস্য
২৪. শামছুন নাহার বেগম, বেনারসি পল্লী, পল্লবী ঢাকা- সদস্য
২৫. খন্দকার হেলাল, রায়পুরা থানা, নরসিংদী- সদস্য
২৬. নুরুল আমিন চুন্নু, সূত্রাপুর থানা, ঢাকা- সদস্য
২৭. রফিকুল ইসলাম বাবু, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা- সদস্য
২৮. সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ- সদস্য
২৯. এ.জেড মঈনুল ইসলাম পলাশ, মিরপুর থানা, ঢাকা- সদস্য
৩০. হুমায়ুন কবির, বরিশাল সদর, বরিশাল- সদস্য
৩১. হাজী আব্দুস সাত্তার, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ- সদস্য
৩২. মোঃ ফরিদ হোসেন, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ- সদস্য
৩৩. সাংবাদিক তোফাজ্জল, বেনারসী পল্লী, পল্লবী, ঢাকা- সদস্য
৩৪. হুমায়ুন কবির চৌধুরী, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর- সদস্য
৩৫. এ্যাডঃ আওরাঙ্গজেব বেলাল, ময়মনসিংহ উঃ, ময়মনসিংহ- সদস্য
৩৬. মোঃ আনোয়ারুল ইসলাম সাহান, গাইবান্ধা সদর, গাইবান্ধা- সদস্য
৩৭. কবির হাকিম, শরীয়তপুর সদর, শরীয়তপুর- সদস্য
৩৮. নার্গিস কবির, মিরপুর থানা, ঢাকা- সদস্য
৩৯. নিখাত সিমা, খুলনা সদর, খুলনা- সদস্য
৪০. মোঃ ইয়াছিন, নোয়াখালী সদর, নোয়াখালী- সদস্য
৪১. এ্যাড. মামুন অর রশিদ, ফরিদপুর সদর, ফরিদপুর- সদস্য
৪২. মোঃ তাজুল ইসলাম তাজু, টংগী থানা, গাজীপুর- সদস্য
৪৩. আমির হোসেন, সোনারগাঁও থানা, নারায়ণগঞ্জ- সদস্য
৪৪. মোঃ রফিকুল ইসলাম রফিক, কালীহাতী থানা, টাঙ্গাইল- সদস্য
৪৫. এ.এফ.এম ইমদাদ উল্লাহ, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ- সদস্য
৪৬. মোঃ আব্দুল হক, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার- সদস্য
৪৭. খন্দকার মারুফ হাছান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ- সদস্য
৪৮. কে.এম. শাহান শাহ, উল্লাপাড়া থানা, সিরাজগঞ্জ- সদস্য
৪৯. জামিল হোসেন, সোনাতলা থানা, বগুড়া- সদস্য
৫০. হাজী মোঃ আকছেদ আলী, বেলকুচি থানা, সিরাজগঞ্জ- সদস্য
৫১. মোঃ শাহ আলম, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল- সদস্য
৫২. এস.এম আঃ ওয়াহাব, ভূঞাপুর থানা, টাঙ্গাইল- সদস্য
৫৩. শামীম আহমেদ তালুকদার, কালীহাতী থানা, টাঙ্গাইল- সদস্য
৫৪. মোঃ শাহজাহান আশ্রাফী, পাবনা সদর, পাবনা- সদস্য
৫৫. অধ্যাপক মোঃ নাজিম উদ্দিন সাগর, পাবনা সদর, পাবনা- সদস্য
৫৬. হুমায়ুন কবির কামাল, পৌরসভা নরসিংদী, নরসিংদী- সদস্য
৫৭. সালাউদ্দিন প্রধান, রায়পুরা থানা, নরসিংদী- সদস্য
৫৮. শেখ ফরিদ নরসিংদী, সদর নরসিংদী- সদস্য
৫৯. মীর আলমগীর, সদর থানা নারায়ণগঞ্জ- সদস্য
৬০. ইঞ্জিঃ জমশের আলী, গাজীপুর সদর, গাজীপুর- সদস্য
৬১. মজিবুর রহমান, রূপগঞ্জ থানা, নারায়ণগঞ্জ- সদস্য
৬২. নুরুল্লাহ মোল্লা, রূপগঞ্জ থানা, নারায়ণগঞ্জ- সদস্য
৬৩. রফিকুল ইসলাম বাবলু, কুমারখালী থানা, কুষ্টিয়া- সদস্য
৬৪. রবিউল ইসলাম খান, দৌলতপুর থানা, কুষ্টিয়া- সদস্য
৬৫. বকুল মিয়া, আলমডাঙ্গা থানা, চুয়াডাংগা- সদস্য
৬৬. আঃ গনি মজুমদার, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি- সদস্য
৬৭. আনছার সিকদার, সূত্রাপুর থানা, ঢাকা- সদস্য
৬৮. সাগাচিং মার্মা, বান্দরবন সদর, বান্দরবন- সদস্য
৬৯. মোঃ আলমগীর মিয়া, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি- সদস্য
৭০. জহির রায়হান খান, শরীয়তপুর সদর, শরীয়তপুর- সদস্য
৭১. মোঃ সরোয়ার, বগুড়া সদর, বগুড়া- সদস্য
৭২. তান সেন আলী মন্টু, নন্দীগ্রাম থানা, বগুড়া- সদস্য
৭৩. আবুল বাশার রিয়াজ, বরগুনা সদর, বরগুনা- সদস্য
৭৪. মোঃ রাশেদুজ্জামান লিটন, গাইবান্ধা সদর, গাইবান্ধা- সদস্য
৭৫. আঃ আজিজ, রায়পুরা থানা, নরসিংদী- সদস্য
৭৬. আহমদ আলী, গুলশান থানা, ঢাকা- সদস্য
৭৭. মোঃ আবুল কালাম, মতলব থানা, চাঁদপুর- সদস্য
৭৮. শফিকুর রহমান পাটওয়ারী, চাঁদপুর সদর, চাঁদপুর- সদস্য
৭৯. এ্যাডঃ খান শাহাদাত হোসেন, বাগেরহাট সদর, বাগেরহাট- সদস্য
৮০. মোঃ জিল্লুর রহমান, বাগেরহাট সদর, বাগেরহাট- সদস্য
৮১. শাহ আলম মোল্লা, লৌহজং থানা, মুন্সীগঞ্জ- সদস্য
৮২. আনোয়ার হোসেন ছৈায়াল, পুরান বাজার, চাঁদপুর- সদস্য
৮৩. মনির হোসেন প্রধানিয়া, সখিপুর থানা, শরীয়তপুর- সদস্য
৮৪. মিজানুর রহমান খোকন, বাউফল থানা, পটুয়াখালী- সদস্য
৮৫. আঃ কাদির গাজী, গুলশান থানা, ঢাকা- সদস্য
৮৬. মহিউদ্দিন আব্দুল্লাহ আল হাদী, ঘোড়াঘাট থানা, দিনাজপুর- সদস্য
৮৭. মোঃ দেলোয়ার হোসেন, জয়পুরহাট সদর, জয়পুরহাট- সদস্য
৮৮. অধ্যাপক কাজী মোঃ শাহীন, বরিশাল সদর, বরিশাল- সদস্য
৮৯. মোঃ ইয়াছিন পাটওয়ারী, বেনারসি পল্লী, পল্লবী, ঢাকা- সদস্য
৯০. জাকির হোসাইন, সাভার থানা, ঢাকা- সদস্য
৯১. ফকরুল চৌধুরী, বাড্ডা থানা, ঢাকা- সদস্য
৯২. মোকলেছুর রহমান, শিল্পাঞ্চল থানা, ঢাকা- সদস্য
৯৩. মোঃ আব্দুল মোতালেব, শেরপুর সদর, শেরপুর- সদস্য
৯৪. মোঃ ভুলু ভুট্টু, পল্লবী থানা, ঢাকা- সদস্য
৯৫. মোঃ হান্নান খান, বিমানবন্দর থানা, ঢাকা- সদস্য
৯৬. জাহাঙ্গীর হোসেন, উত্তরা থানা, ঢাকা- সদস্য
৯৭. শাহানাজ বেগম, দক্ষিণখান থানা, ঢাকা- সদস্য
৮৯. বেলায়েত হোসেন, তুরাগ থানা, ঢাকা- সদস্য
৯৯. মোঃ রোকনুজ্জামান, মিরপুর থানা, ঢাকা- সদস্য
১০০. মোঃ জাফর, কাফরুল থানা, ঢাকা- সদস্য
১০১. মোশাওয়ার হোসেন টিটু, কাফরুল থানা, ঢাকা- সদস্য
১০২. মোঃ মোহন মিয়া, উত্তরা থানা, ঢাকা- সদস্য
১০৩. তৈফিকুর রহমান শাহীন, কাফরুল থানা, ঢাকা- সদস্য
১০৪. মোঃ শহীদ মিয়া, বাংশাল থানা, ঢাকা- সদস্য
১০৫. মোঃ জসিম উদ্দীন, ভাটারা থানা, ঢাকা- সদস্য
১০৬. মোঃ মামুন ভূঞা, বিমানবন্দর থানা, ঢাকা- সদস্য
১০৭. ইসমাইল সিকদার, সোনারগাঁও থানা, নারায়ণগঞ্জ- সদস্য
১০৮. জামাল হোসেন, মিরপুর থানা, ঢাকা- সদস্য
১০৯. এস.এম. আওলাদ হোসেন, শ্রীনগর থানা, মুন্সীগঞ্জ- সদস্য
১১০. মনিরুজ্জামান মুরাদ, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম- সদস্য
১১১. মোঃ আবু সাইদ শেখ, সদর খুলনা, খুলনা- সদস্য
১১২. খান কামরুল হোসাইন, সদর নড়াইল, নড়াইল- সদস্য
১১৩. হাসান জুয়েল, মেহেরপুর সদর, মেহেরপুর- সদস্য
১১৪. সিরাজুল ইসলাম ভুট্টো, ময়মনসিংহ উঃ, ময়মনসিংহ- সদস্য
১১৫. মোঃ নাজিম উদ্দীন খান, ময়মনসিংহ দঃ, ময়মনসিংহ- সদস্য
১১৬. এখলাছ উদ্দিন, বিএস,সি, হালুয়াঘাট থানা, ময়মনসিংহ- সদস্য
১১৭. মোঃ জামাল উদ্দীন আহম্মেদ, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ- সদস্য
১১৮. ইঞ্জিঃ আনিসুর রহমান আরিফ (টেক্সটাইল), গাজীপুর সদর, গাজীপুর- সদস্য
১১৯. ইঞ্জিঃ আব্দুল্লাহ আল মামুন (টেক্সটাইল), জয়দেবপুর থানা, গাজীপুর- সদস্য
১২০. প্রভাষক মোঃ রুহুল আমিন, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম- সদস্য
১২১. সানাউল ইসলাম, রাজশাহী জেলা, রাজশাহী- সদস্য
১২২. আরিফুল শেখ বনি, রাজশাহী মহানগর, রাজশাহী- সদস্য
১২৩. অধ্যাপক বশির আহমেদ, পিরোজপুর সদর, পিরোজপুর- সদস্য
১২৪. মোঃ তরিকুল ইসলাম তারেক, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ- সদস্য
১২৫. মোঃ সহিদুল ইসলাম সর্দার, গাবতলী থানা, বগুড়া- সদস্য
১২৬. হানিফ খান, টংগী থানা, গাজীপুর- সদস্য
১২৭. মোঃ আজিজুল হক, নেত্রকোনা সদর, নেত্রকোনা- সদস্য
১২৮. মোঃ ওয়াহিদুর রহমান মাস্টার, মাগুরা সদর, মাগুরা- সদস্য

বি. দ্র.-বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে; অথচ মৃত্যুর ৫ মাস পরেও বান্দরবানের সাগাচিং মার্মা সদ্য ঘোষিত তাতী দলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য হয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!