টাঙ্গাইলে পুলিশ সুপার কাপ ভলিবল প্রতিযোগিতায় বাসাইল চ্যাম্পিয়ন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে পুলিশ সুপার কাপ আন্তঃউপজেলা ভলিবল প্রতিযোগীতার বাসাইল উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। টাঙ্গাইল স্টেডিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নাগরপুর উপজেলা দলকে ৩-১ সেটে বাসাইল উপজেলা দল পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জণ করেন।

খেলায় প্রধান অতিথি হিসেবে পুরুষ্কার বিতরণ করেন টাঙ্গাইল-৫ (সদর)
আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন (এমপি)। টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি আনিসুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।

খেলায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, টাঙ্গাইল ভলিবল উপ-পরিষদের সভাপতি হারুন-অর-রশীদ ও সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম।

গত (২৮ এপ্রিল) থেকে শুরু হওয়া এই প্রতিযোগীতায় জেলার ১২টি উপজেলা ভলিবল দল অংশগ্রহণ করে। দলগুলো হলো- টাঙ্গাইল সদর, বাসাইল, নাগরপুর, ঘাটাইল, সখীপুর, মির্জাপুর, গোপালপুর, দেলদুয়ার, কালিহাতী, ভূঞাপুর, ধনবাড়ী ও মধুপুর উপজেলা দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!