টাঙ্গাইলে শতাধিক গ্রাম প্লাবিত, ফসলের ব্যাপক ক্ষতি

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কয়েক দিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টাঙ্গাইল জেলার প্রায় সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।  নদী তীরবর্তী এলাকার বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

আজ বুধবার সকালে যমুনা নদীর পানি বিপসসীমার ৬৮ সেমি., ধলেশ্বরী নদীর পানি ৮৯ সেমি. এবং ঝিনাই নদীর পানি ৪৫ সেমি. উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এই পানি বৃদ্ধির কারণে  নদী তীরবর্তী পাঁচ উপজেলা গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী, নাগরপুর ও সদর উপজেলার ২২টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকার বেশিরভাগ মানুষ। এসব গ্রামের রাস্তা তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠান।

জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, বন্যার কারণে জেলায় বোনা আমন ১১৭৫ হেক্টর জমি, রোপা আমন (বীজতলা) ৩৩ হেক্টর, আউশ ৬০৮ হেক্টর এবং বিভিন্ন ধরনের সবজি ৯৬ হেক্টরসহ মোট ১৯১২ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। পানি বৃদ্ধি পেলে আরো ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!