পাবনায় যথাযোগ্য ভাবে জাতীয় উৎপাদনশীল দিবস পালিত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় যথাযোগ্য ভাবে জাতীয় উৎপাদনশীল দিবস পালিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় বনাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে এই দিবসটি উদযাপিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালী বের করে শহরের জিরো পয়েন্ট মোড় প্রদক্ষিণ করে।
নাসিব ও বিসিক শিল্প মালিক সমিতি পাবনার সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও বিসিক আয়োজিত এ দিবসটির তাৎপর্য নিয়ে পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন প্রধান অতিথির বক্তব্য দেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী আতিউর রহমান, অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যদেন, বিসিক শিল্প নগরী কর্মকর্তা রফিকুল ইসলাম,এ ছাড়া আমন্ত্রিত অতিথির মধ্যে আলোচনা করেন,ডেপুটি সিভিল সার্জন ডাঃ আবু জাফর খান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি চন্দন কুমার ঠাকুর, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক হারাউল ইসলাম ও বিশিষ্ট শিক্ষাবীদ মির্জা শহিদুল ইসলাম প্রমুখ। এ দিবসটি সফল ও সার্থক করার জন্য রাজা মবিল এন্ড ডিজেল ফিলটার প্রাইভেট লিমিটেড, মোয়াজউদ্দিন ষ্টিল মিলস্ লিঃ, এ আর স্পেশলাইজড অটো রাইস মিলস্ লিঃ ও শাপলা প্লাস্টিক ইন্ডাঃ লিঃ পৃষ্ঠপোষকতায় অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!