নীলফামারীতে বজ্রপাতে অর্ধশতাধিক আহত

 

 

 

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জেলায় গতকাল ররিবার বিকালে  বজ্রপাতে  অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী ও পুত্র রয়েছে।
বৃষ্টির পাশাপাশি ব্যাপক বজ্রপাত ঘটায় বসত বাড়ীর থাকার পরও অনেকে আহত হয়।
ডোমার ও ডিমলা হাসপাতাল সুত্রে জানা জানা যায়, বিকাল ৫টা পর থেকে বিভিন্ন এলাকা থেকে বজ্রপাতে আহত রোগীরা আসতে শুরু করেন। আহতের মধ্যে রয়েছেন বালাপাড়া ইউনিয়নের দক্ষিন সুন্দরখাতা গ্রামের আম্বু মাহমুদ (৪৮), স্ত্রী বিউটি আক্তার (৪২), পুত্র আজাদ (১৭)।
ডিমলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মমতা বেগম বলেন আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। ৪৪ জনের মধ্যে ৫জন আশংকাজনক রয়েছে।
অপরদিকে উত্তর তিতপাড়া গ্রামের ফজলুর কন্যা সাহিদা (২৭), দক্ষিন সুন্দরখাতা গ্রামের মজনু স্ত্রী সুফিয়া (২৫), আব্দুল হামিদের স্ত্রী রিপা বেগম (৩৬), গোলাম মোস্তফার পুত্র রাকিব (৭), বাবুরহাট গ্রামের মমিনুর রহমানের পুত্র আলিব(৬), বিদ্যা রায়ের পুত্র উদাল (৩৫),  হর গোপালের পুত্র বাবুল চন্দ্র রায় (৩০), দুলাল ইসলামের স্ত্রী মজিদা বেগম(৪৫), সরদার হাট গ্রামের আব্দুর সাত্তারে কন্যা মৌসুমী (১৭), রমজান আলীর স্ত্রী আর্জিনা বেগম (৩৫),   সুন্দরখাতা গ্রামের মানিকের স্ত্রী মৌসুমী (২৫)।  আশংকাজনক রুগিকে রংপর হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
তাৎক্ষনাত নীলফামারী ১ (ডোমার- ডিমলা) সংসদ সদস্য জনাব আফতাব উদ্দিন সরকার রুগীদের দেখতে হাসপাতালে ছুটে যান।
প্রতিক্ষনে ব্যাক্তিগত ভাবে খবরাখবর নিচ্ছেন।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!