মাভাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রার্থী মজনুর ইশতেহার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের দ্বিবার্ষিক ২০১৯-২০ সালের নির্বাচনে সভাপতি প্রার্থী মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু গতকাল সকাল ১০টায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী জনসংযোগ শুরু করেন।

পরে নির্বাচনী ইশতেহার বিশ্ববিদ্যালরের কর্মকর্তাদের মাঝে বিতরণ শুরু করেন। নির্বাচনী ইশতেহারের উল্লেখযোগ্য বিষয় হল- মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, দেশপ্রেম ও মূল্যবোধ জাগ্রতকরণ, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ও দর্শনের এই ক্যাম্পাসে সকল সৃজনশীল ও শিক্ষামূলক কাজে অংশগ্রহণ, রেজিস্টার/ বিশ্ববিদ্যালয় প্রকৌশলী/ পরীক্ষা নিয়ন্ত্রক/ পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস)/ পরিচালক (হিসাব)/ লাইব্রেরিয়ান/ চিফ মেডিকেল অফিসার সমমানের অফিসার পদকে ২য় গ্রেডে উন্নতিকরণসহ পরবর্তীতে তাঁদের ১ নং গ্রেডে কেরিয়ার বেনিফিট/ অন্য কোন পদ্ধতির মাধ্যমে প্রাপতা নিশ্চিতকরণ, কর্মকর্তাদের প্রারম্ভিক বেতন স্কেল পুননির্ধারণের জন্য পদক্ষেপ গ্রহন (যেমন-সেকশন অফিসার/সমমান-২৩০০০/- , সহকারী রেজিস্ট্রার/সমমান-৩৫,৫০০/-, নির্বাহী প্রকৌশলী/সমমান-৪৩,০০০/-, উপ-রেজিস্ট্রার/সমমান-৫০,০০০/- বেতন স্কেলে উন্নতিকরণ, নন টিচিং সকল পদে কর্মকর্তাদের মধ্য হতে অফিস প্রধান নিয়োগের ব্যবস্থা গ্রহন, কর্মকর্তা- কর্মচারীদের অসুস্থতা/আকস্মিক মৃত্যু এবং অবসর গ্রহণের পর তাঁদের বিভিন্ন তহবিলের প্রাপ্য সুবিধাদি দ্রুততম সময়ে প্রদানের ব্যবস্থা গ্রহণ, কোন কর্মকর্তা কর্মচারীর অকাল মৃত্যুতে তাঁর পরিবারের সদস্যদের মধ্য হতে অত্র বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা ভিত্তিক চাকুরির ব্যবস্থা গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তাদের পরিবহণ সুবিধা শতভাগ নিশ্চিতকরণ, কর্মকর্তাদের অবসর গ্রহণের বয়সসীমা ৬২ বছরে উন্নতিকরণ, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সাথে যোগাযোগ অব্যাহত রাখাসহ মাভাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সামগ্রিক উন্নয়ন।

নির্বাচনে মোট ১৭টি পদের বিপরিতে প্রতিদ্বন্দ্বিতা ২৮ জন প্রার্থী। আগামি রবিবার (১২ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের শিক্ষক লাউন্সে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মাকসুদুর রহমান, নির্বাচন কমিশনার হিসেবে সহকারী রেজিস্ট্রার (স্টোর) গলাম মওলা এবং ক্রিমিনলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুজ্জামান মনির দায়িত্ব পালন করবেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২০৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!