বালিশ দুর্নীতি;গণপূর্ত পাবনার নির্বাহী প্রধান মাসুদুল আলম কে প্রত্যাহার !

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রীন সিটি আবাসিক প্রকল্পে বালিশ দুর্নীতির ঘটনায় আজ সকালে গণপূর্ত বিভাগ পাবনার নির্বাহী প্রধান মাসুদুল আলম কে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাবনার গণপূর্ত সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গণপূর্তের প্রধান প্রকৌশলীর আদেশ বলে পাবনার নির্বাহী প্রধান মাসুদুল আলম কে প্রত্যাহার করে নেওয়া হয়।
তাকে প্রত্যাহারের কারণ হিসেবে জানাযায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রীন সিটি আবাসিক প্রকল্পের ১১০টি ফ্ল্যাটের জন্য কেনা একটি বালিশের মূল্য প্রায় ৬ হাজার টাকা। তা বিল্ডিংয়ে ওঠাতে খরচ ধরা হয় ৭৬০ টাকা। তা ছাড়া প্রতিটি বিছানা কেনা ৫৯৮৬ টাকা পড়লেও তা ফ্লাটে তোলার খরচ ৯৩১ টাকা, এ ভাবেই টিভি, ফ্রিজ ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়ে ,বৈদুতিক চুলা ও কেটলি, রুম ইলেকট্রিক আয়রন, টেলিভিশন, ফ্রিজ, ইত্যাদি আসবাবপত্র ক্রয় ও ফ্লাটে ওঠানোর নামে লুটপাটে জড়িত থাকার দায়ে পাবনার নির্বাহী প্রধান মাসুদুল আলম কে প্রত্যাহার করে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!