এম এস ইসলাম আকাশ এর কবিতা-মায়ের প্রতি নিবেদিত প্রাণ

মায়ের প্রতি নিবেদিত প্রাণ
এম এস ইসলাম আকাশ

আজও খুঁজি সেই প্রিয় মুখ
আজও খুঁজি সেই প্রিয় স্পর্শ
যে মুখ নিরাশায় আশার আলো
যে স্পর্শে সাফল্য ধরা দেয় অনিবার্য।

হাজারো ক্লান্তির সেই দিনগুলো
হাজারো কষ্ট যখন করে দিতো এলোমেলো
তখন একটি মুখের মিষ্টিবচন
জাগাতো বুকে স্বপ্নের আলোড়ন
নিমিষে বন্ধ হতো হৃদয়ের রক্তক্ষরণ।

আজও খুঁজি সেই প্রিয় মুখ
ঘুমের ঘোরে অথবা জাগরণে
তার স্পর্শিত স্পন্দনে আবারো স্পন্দিত হতে চাই।

আজও চাই সেই স্পর্শ
চাই চেয়ারের পিছনে দাড়িয়ে সেই স্বপ্নের হাতে চুলে মায়াময় স্পর্শের আঁচড় কাটা।

না ঘুমানোর রাতে চাই সেই শরীরের ঘ্রাণ
পরম মমতায় বুকের মাঝে ঠাই
আবারও সেই স্বপ্ন স্পর্শে বেঁচে উঠতে চাই।

আর কি পাবো ফিরে
যা হারিয়েছি অবহেলায় অবেলায়
কোথায় হারিয়ে গেছে আমার স্বপন
কোন সে দূর অজানায়।

আবার যদি পেতাম ফিরে
সেই সোনালী দিন
মা গো আবার আমি বায়েজিদ বোস্তামী হতাম
তোমার চরণে নিজেকে করে দিতাম বিলীন।

মায়ের প্রতি নিবেদিত প্রাণ
থাকে না কভু কষ্টের বেড়াজালে
আসুক যতই কষ্টের ঘেরাটোপ
আসুক যতই আঁধারের রাত
সবকিছু নিমিষেই হয় ধুলিষ্যাৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!