সাকিব জামাল এর রহস্যময় জীবন সাঁকো

রহস্যময় জীবন সাঁকো
– সাকিব জামাল

তাঁকিয়ে দেখি আমি- পৃথিবীর পানে, সময় বয়ে যায়- বিরামহীন ধ্যানে!
চলার পথে, কোথায় দাড়িয়ে আছি আমি- অজানাই থেকে গেলো, আজও!
জানি না, কতো দূরে ভালোবাসার বসবাস- অথবা কতো দূরে থাকে বিরহ!
কিংবা জীবন নদীর বাঁকেবাঁকে, কতোটুকু পেরিয়েছি আমি- জীবনের সাঁকো,
পেরোতে পারলে সুখ, ভেঙে পরলে দুঃখ- নিয়তি অজানা, তবুও জীবন চলে অবিরাম!
খেলে যায় সাঁকোর ‘পরে কতো ঢঙে কতো পাগলাটে নতুন নতুন খেলারাম,
কখনো তাই আলোয় ভাসে, কখনো অন্ধকারে ডোবে- ক্ষনকালের এই জীবন, এই ভুবন!
মানবজনম: এক রহস্যময় সাঁকো, যেমন এই মহাবিশ্ব- রহস্যে রহস্যে ভরা সর্বক্ষণ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!