বাড্ডায় রেনু হত্যার মূলহোতা হৃদয় গ্রেফতার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনু নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনার অন্যতম হোতা হৃদয়কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ভূলতা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ভূলতা এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেফতার করেছে ডিবি পুলিশের পূর্ব বিভাগের একটি টিম। বর্তমানে হৃদয় ডিবি পুলিশের হেফাজতেই রয়েছে।

ইতিপূর্বে গত রোববার রাতে উত্তর বাড্ডার আলীর মোড় এলাকা থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- জাফর, বাপ্পী ও শাহীন। পুলিশ জানায় মোবাইল ফোনের ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।

গ্রেফতারকৃত তিন যুবককের বিরুদ্ধে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত শুনানি শেষে তিনজনের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (২০ জুলাই) সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে স্থানীয় একটি স্কুলে যান মা তাসলিমা বেগম রেনু (৪০)। এসময় তাকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। পরে গুরুতর আহত অবস্থায় তসলিমা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর ঐদিন রাতেই নিহতের বোনের ছেলে নাসির উদ্দিন বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাত ৪ থেকে ৫শ জনকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!