গফরগাঁওয়ে অধ্যাপিকাকে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাত

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাকিয়া ফেরদৌসিকে ছুরিকাঘাত করেছে দুই ছাত্রলীগ নেতা।

এ ঘটনায় জাকিয়া ফেরদৌসি বাদী হয়ে রাতেই ছাত্রলীগ নেতা মফিদুল ইসলাম টিপু ও হৃদয়কে আসামি করে গফরগাঁও থানায় মামলা দায়ের করেছেন।

কলেজ সূত্রে জানা যায়, সোমবার সকালে গফরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালে হলে প্রবেশের চেষ্টা করে পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহবায়ক মফিদুল ইসলাম টিপু ও কলেজ শাখা ছাত্রলীগের সদস্য হৃদয়। এসময় কাজী জাকিয়া ফেরদৌসি তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেন।

এর জের ধরে টিপু ও হৃদয় সোমবার রাতে কলেজ ক্যাম্পাসের ছাত্রীনিবাসের সামনে রাস্তায় শিক্ষিকাকে ছুরিকাঘাত করে। এসময় শিক্ষিকার চিৎকারে কলেজের অধ্যক্ষ আমির হোসেন ও পথচারীরা এগিয়ে এলে ছাত্রলীগ নেতারা পালিয়ে যায়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ডা. শামীম রহমান ও কলেজের অন্যান্য শিক্ষকরা ছুটে এসে জাকিয়া ফেরদৌসিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ভর্তি করেন।

জাকিয়া ফেরদৌসি জানান, রাতে পৌর শহরের বাণিজ্য মেলা ঘুরে এসে কলেজ ক্যাম্পাসের ছাত্রীনিবাসে প্রবেশের সময় টিপু ও হৃদয়সহ আরও অজ্ঞাতনামা ৪-৫ জন যুবক আমাকে ছুরিকাঘাত করে।

গফরগাঁও থানার ওসি একেএম মাহাবুবুল আলম জানান, এঘটনায় অভিযুক্ত টিপু ও হৃদয়কে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!