অনলাইন প্রেস ইউনিটি ঢাকা মহানগর দক্ষিণের অভিষেক ও পরিচিতি অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অনলাইন প্রেস ইউনিটি ঢাকা মহানগর দক্ষিণের অভিষেক ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন অনলাইন প্রেস ইউনিটি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মিজানুর রশিদ রাসেল মজুমদার। প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের জীবন সদস্য এস এম মোশারফ হোসেন। প্রধান আলোচক ছিলেন অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কথাশিল্পী শান্তা ফারজানা। আলোচক ছিলেন অনলাইন প্রেস ইউনিটি ঢাকা মহানগর উত্তরের সভাপতি শাহজালাল ভূঁইয়া উজ্জল, দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান খান রোমেল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল রানা ও মহিলা বিষয়ক সম্পাদক চাঁদনী আক্তার।

২২ সেপ্টেম্বর বিকেল ৩ টায় অনুষ্ঠিত আয়োজনে নেতৃবৃন্দ গণমাধ্যম বিশ্ববিদ্যালয়, পেনশন ভাতাসহ ৭ দফা বাস্তবায়নে অনলাইন প্রেস ইউনিটির ২৭ সেপ্টেম্বরের কেন্দ্রীয় সম্মিলন সফল করার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ করতে কাজ করতে হবে। এসময় আরে জানাানো হয়- ‘বায়ান্ন প্রেরণা-একাত্তর চেতনা-সকল জাতীয় বীর শ্রদ্ধাজন- আমাদের লক্ষ্য একটাই সুষ্ঠু সংবাদ-সমৃদ্ধ দেশ প্রয়োজন’ কথাকে বুকে লালন করে ২০১০ সালে পথচলা শুরু করে সংবাদকর্মী-অনলাইন এক্টিভিটিস্টদের সংগঠন অনলাইন প্রেস ইউনিটি। প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদীর হাত ধরে এগিয়ে চলা প্রেস ইউনিটির দ্বিতীয় জাতীয় সম্মিলন আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় মুক্তি মিলনায়তনে (মুক্তি ভবন(লিফট-এর ৩) বাংলাদেশ সংবাদ সংস্থা’র বিপরিতে) অনুষ্ঠিত হবে।

‘গণমাধ্যম বিশ্ববিদ্যালয় সংবাদকর্মীদের প্রাণের দাবী…’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনু্িষ্ঠত এ আয়োজনের উদ্বোধন করবেন বরেণ্য সাংবাদিক কাজী রফিক। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক মন্ত্রী এ্যাড. আবদুল মান্নান খান। প্রধান আলোচক থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস। সভাপতিত্ব করবেন অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী। উক্ত আয়োজনে দেশের সকল জেলা- উপজেলা থেকে আগ্রহী সংবাদকর্মী-সাহিত্যিক ও অনলাইন এ্যাক্টিভিটিস্টগণ ২৪ সেপ্টম্বরের মধ্যে নিবন্ধন ফি ২০০ টাকা পাঠিয়ে অংশ নিতে পারবেন। বিকাশ নম্বর- ০১৭৯৫৫৬৮১৩৭। দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, দুপুরের খাবার, সনদপত্র, বই, কলম সহ বিভিন্ন উপহার থাকবে বলে জানিয়েছেন ভাইস চেয়ারম্যান সোনিয়া দেওয়ান প্রীতি। অন্যদিকে অংশ নেয়ার জন্য আহবান জানিয়েছেন- ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, নুরুজ্জামান ফিরোজ , আইয়ুব রানা চঞ্চল মেহমুদ কাশেম, ইউসুফ আহমেদ তুহিন, নাজমুল হাসান, আজগর আলী মানিক, মোহাম্মদ আবদুল অদুদ, শফিউল বারী রাসেল, আনোয়ার হোসাইন ভূঁইয়া, লোকমান হোসাঈন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!