মোঃ আরিফুল ইসলাম এর কবিতা- অশান্ত আরাকান

অশান্ত আরাকান

মোঃ আরিফুল ইসলাম

কত নিষ্ঠুর নির্মম ঐ মিয়ানমারের বৌদ্ধ সরকার,

মেতেছে ধ্বংশলীলায় করছে মানুষ হত্যা নির্বিকার।

মেতেছে হত্যালীলায় অশান্ত আজ আরাকান,

মরছে মানুষ পুড়ছে মানুষ অসহায় রোহিঙ্গা মুসলমান।

ধর্ষন করছে যুবতি নারী কেড়ে নিচ্ছে সম্মান,

হায়নার মহ যাপিয়ে ওরা কেড়ে নিচ্ছে প্রাণ।

লাশের পর লাশ জ্বলছে বাড়ি ঘর,

যেন আপন ঘরে পরবাস আপন আজ পর।

নির্দয় এ হত্যাযজ্ঞ তবু নিশ্চুপ বিশ্ব বিবেক,

ভূলুন্ডিত আজ মানবতা কুলষিত মনুষত্ব আবেগ।

শান্তির ভুলি উরিয়ে পেয়েছে নোবেল শান্তি পুরস্কার,

ধিক্কার ঐ নরপশু সুচীকে জানাই তিরস্কার।

যে সেনাবাহিনী রক্ষা করবে দেশের জনগণ,

সে নাসাকাই আজ রোহিঙ্গাদের আতঙ্কের কারন।

বৃদ্ধ ‍শিশু নারী পুরুষ নির্বিকারে করছে হত্যা,

নিজ দেশে নির্যাতিত তারা প্রতিবেশির কাছে ভ্রত্যা।

একদিকে লেডি হিটলারের হত্যার অর্ডার,

অন্যদিকে সিলগালা প্রতিবেশির বর্ডার।

কেউ যেন নেই আজ তাদের পাশে,

নেই কোন উপায় বাচার আশে।

বিশ্ব আজ নিশ্চুপ নেই কোন বিবেকের বানী,

তাইতো এত দু:সাহসিক ঐ শয়তানের রানী।

ওহে শান্তি প্রিয় বিশ্ববাসী আমার ভাই ভগ্নিগণ,

রোহিঙ্গারাও মানুষ এ দু:সমায়ে তাদের পাশে দাড়ান।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!