টাঙ্গাইলে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠদানে শিশুদের উদ্বুদ্ধ করছে পৌর মেয়র মিরন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ছাত্র-ছাত্রীদের পূর্ণপাঠ নিশ্চিত করার জন্য ‘সরকারী শিশু পরিবার বালক’ এর শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল পৌরসভার ১১ নং ওয়ার্ডের বেপারী পাড়া এলাকায় সমাজসেবা কার্যালয়ের অধীনে পরিচালিত সরকারি শিশু পরিবার বালক’দের শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ অক্টোবর শনিবার সকালে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন এর উদ্যোগে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রয়েছে।
সরকারি শিশু পরিবার বালক-এর উপ-তত্ত্বাবধায়ক মোঃ এখলাছ মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলমগীর হোসেন তালুকদার, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আব্দুর রউফ রিপন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর অঙ্গ সংগঠন “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), যুগধারা পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা’সহ ওই প্রতিষ্ঠানের শিক্ষকগন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহ-সম্পাদক ও সরকারি শিশু পরিবার বালক-এর শিক্ষক কবি মোঃ নুরুল ইসলাম বাদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!