এ্যাড. পলাশকে আগুনে পুড়িয়ে হত্যার বিচার দাবীতে আটোয়ারীতে মানববন্ধন

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের আটোয়ারীতে জেলা কারা অভ্যন্তরে এ্যাড. পলাশ এর শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার বিচারের দাবীতে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের আয়োজনে গতকাল বুধবার সকালে আটোয়ারী প্রেসক্লাবের সামনে পঞ্চগড়-রুহিয়া পাকা সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে মৃত এ্যাড. পলাশ কুমার রায়ের মা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রানী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: নজরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার শেখ নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক জেলা পরিষদ সদস্য মো: মাজেদুর রহমান বকুল, যুগ্ন আহবায়ক মো: শাহীনুর ইসলাম, আল-মামুন বিপ্লব, সদস্য হাবিবুল্লাহ বেলালী হাবিব প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা এ্যাড. পলাশ কুমার রায়কে জেলা কারা অভ্যন্তরে এ্যাড. পলাশ এর শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার করার দ্রুত বিচার দাবী করেন।
মানববন্ধন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষে তার চাচাতো ভাই পংকজ রায় স্বাক্ষরিত এক স্বারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের অনুপস্থিতিতে আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণের জন্য জমা প্রদান করেন। উল্লেখ, অতি সম্প্রতি ২৬ এপ্রিল ঢাকা বারের বিশিষ্ট আইনজীবি এবং বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান এ্যাড. পুলাশ কুমার রায় পঞ্চগড় কারাগারে অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৩০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!