আটোয়ারীতে সরকারীভাবে শস্য সংগ্রহ কর্মসূচীতে লটারির মাধ্যমে চাষী নির্বাচন

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের আটোয়ারীতে নায্যমুল্যে খাদ্যশস্য(গম ও ধান) সংগ্রহ কর্মসূচীর অংশ হিসেবে লটারির মাধ্যমে চাষী নির্বাচনের ব্যবস্থা গ্রহন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে গতকাল সোমবার (২৭মে) সকালে উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা’র সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে উন্মুক্ত লটারির(গম) ব্যবস্থা করা হয়।

আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে লটারি কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান ও রেনু একরাম, মির্জাপুর ইউ’পি চেয়ারম্যান মো: ওমর আলী, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি মো: খলিলুর রহমান, ফকিরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জামিলুর রেজা মানিক, কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সহ বেশ কিছু চাষী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলায় ৩৬৭ মে:টন গম এবং ১১০ মে:টন ধান ক্রয় করবে সরকার। কৃষি বিভাগ উপজেলার ৬ ইউনিয়নে সর্বমোট ১৯,১২০ জন গম চাষীর নামের তালিকা তৈরি করে। তালিকাভুক্ত চাষীদের মধ্যে লটারির মাধ্যমে ৭৩৪ জনের নাম নির্বাচন করা হয়। প্রত্যেক চাষীর কাছ থেকে সর্বোচ্চ ৫ শত কেজি হিসেবে গম ক্রয় করতে পারবে খাদ্য বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!