আন্দোলনের মুখে বন্ধ পাবিপ্রবি খুলে দেওয়া ও সেশনজট মুক্ত ১০ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যহার সহ সাত দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ভাইস চ্যান্সেলরকে অবরুদ্ধ করার ঘটনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা আজ শনিবার সকাল ১১ টায় পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করেছে।

শিক্ষার্থীদের বর্তমানে সাত দফা দাবী হচ্ছে ২০১৫-১৬ শিক্ষাবর্ষসহ পরবর্তী সকল ব্যাচ সমূহের অডিন্যান্সের আওতাভুক্ত করা, হলের ডাইনিংয়ের খাবার উন্নয়নের জন্য ভর্তূকি প্রদান, ক্লাস রুম ও চেয়ার সংকট দূর করা, পরিবহন সংকট সমাধান, ক্যাম্পাসে ওয়াইফাই এর ব্যাবস্থা করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পুলিশ ফাঁড়ি স্থাপন এবং ১০ শিক্ষার্থীকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে।

ঊল্লেখ্য যে, গত ৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টা থেকে ক্যাম্পাসের প্রবেশের মূল ফটক ও প্রশাসনিক ভবন আটকিয়ে ছয় দফা দাবী আদায়ের জন্যে এই বিক্ষোভ প্রর্দশন করে তারা। এমন পরিস্থিতিতে সন্ধ্যায় রিজেন্ট বোর্ডের জরুরী সভায় ১০ শিক্ষার্থীকে বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!