মোহাম্মদ ইসমাইল এর কবিতা- আমরা সবাই কিশোর

আমরা সবাই কিশোর
-মোহাম্মদ ইসমাইল

আমরা সবাই কিশোর,
কন্ঠে শত সুর,
বাঁচার মতো বাঁচবো মোরা,
কাঁপবে সকল জোর ।

কমল হৃদয় শক্ত করো,
হাতে কেষ্টা ধরো,
সবাই সমান একই তন্তু,
ভয়ে কেন মরো ।

সূর্য কী ভাই প্রতিদিনি সমান তালে উঠে,
ফুল বাগানে একই দিন কী একই ফুল ফুটে ।

উর্ধ্ব শ্বাসে দিক- দিগন্তে,
ছুটে চলবো সাহসীর পন্থে।
অরুণ- তরুণ – নব- নবীনে,
ভয় রাখবো না অন্তরেতে।

যতই আসুক ঝড়- তুফান,
যতই পড়ুক বাজ,
যেই পথে চলবো মোরা,
সাজাবো অপরূপ সাজ ।

সত্য পথে চলবো মোরা,
রাখবো না কো ভয় ,
যতই বাঁধা আসুক তব হবে মোদের জয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!