আল্লাহ রিজিকদাতা হলে মানুষ না খেয়ে মারা যায় কেন?

বিশিষ্ট ইসলামি চিন্তাবীদ ডা. জাকির নায়েককে প্রশ্ন করা হয়, আল্লাহর ৯৯টি নামের একটি হলো ‘রাজিক’। রাজিক মানে অন্নদাতা। আল্লাহ যদি অন্নদাতা হন তাহলে ইউথুপিয়া ও সোমালিয়ায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে কেন? উত্তরে ডা. জাকির নায়েক বলেন, কোরআনে বলা হয়েছে আল্লাহ রিজিকদাতা। তিনি রক্ষাকারীও। একই সাথে কোরআনে এ কথাও বলা হয়েছে যে, আমি মানুষকে পরীক্ষা করি সম্পদের অভাব দিয়ে, বিভিন্ন রকম বিপর্যয় দিয়ে। যেমন তিনি আমাদের দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করেন, বন্যা দিয়ে পরীক্ষা করেন। আর এর মাধ্যমে দেখতে চান সত্যিকারের বিশ্বাসী কে? তিনি পরীক্ষা করেন তোমাকে যদি একটু খাবারের কষ্ট দিই, তখনও কি আমাকে বিশ্বাস করবে? তোমাকে যদি দারিদ্রের মধ্যে রাখি, তখনও কি আমাকে বিশ্বাস করবে? সুরা মুলকের ২য় আয়াতে আল্লাহ বলেন, ‘এই পৃথিবীর জীবন পরকালের জন্য পরীক্ষা।’

আর আল্লাহর পরীক্ষা একেক জনের জন্য একেক রকম হয়ে থাকে। সবার পরীক্ষা একরকম হয় না। আপনি/আমি ভাগ্যবান খাবার পাচ্ছি। কিন্তু আল্লাহ অন্যভাবে আমাদের পরীক্ষা করছেন। সম্পদ দিয়ে তিনি পরীক্ষা করবেন, আপনি তার পথে খরচ করছেন কি না? এমনিভাবে কাউকে সন্তান দিয়ে, কাউকে খাবার দিয়ে, কাউকে স্বামী-স্ত্রী দিয়ে পরীক্ষা করেন। মোটকথা আলাদা আলাদাভাবে সবাইকে পরীক্ষা করেন তিনি। আর পরীক্ষা দিতে বসে নিশ্চয় বলতে পারবেন না ‘সবাইকে একই রকম পরীক্ষা দিতে হবে।’ তবে পরীক্ষা যাই হোক, বিচারটা কিন্তু সঠিক হতে হবে। আর আল্লাহ আপনাকে যে পরীক্ষা দিবেন, সে হিসাবেই বিচার করবেন। যেমন ১০০ মিটারের দৌড়ের প্রতিযোগিতায় কেউ যদি খোড়া থাকে তাহলে শুরুতে তাকে ৫০মিটার এগিয়ে রাখা হবে। আর যার কোনো সমস্যা নেই, দুটো পা’ই আছে তাকে প্রথম (১০০মিটার) থেকেই দৌড়াতে হবে। অতএব আল্লাহ আপনাকে যে পরীক্ষা দিবেন, সে অনুযায়ী-ই বিচার করবেন। যদি খাবার দিয়ে করেন, তার ফলাফলও দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!