ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হলো ‘বাংলাদেশের’ হামজার!

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

লিভারপুলের বিপক্ষে লেস্টার সিটি তখন ২ গোলে এগিয়ে। উইলফ্রেড এনদিদির বদলি হিসেবে ৮৪ মিনিটে কোচ ক্লদিও রেনিরি নামিয়ে দেন তরুণ হামজা দেওয়ান চৌধুরীকে। এতেই হয়ে যায় ইতিহাস। হামজার মা ক্যারিবিয়ান হলেও বাবা যে বাংলাদেশি বাঙালি। ধারাভাষ্যকাররাও এসময় উচ্চারণ করলেন বাংলাদেশের নাম। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কোন ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে নাম লেখালেন।

মাথায় কলম্বিয়ান কার্লোস ভালদেরামার মতো চুল রাখা হামজার জন্ম বেড়ে উঠা সবই ইংল্যান্ডের লেষ্টারশেয়ারে। ছোটবেলা থেকেই ফুটবলে পটু হামজা বিভিন্ন ধাপ পেরিয়ে এখন সর্বোচ্চ পর্যায়ে। বুধবার যখন অল রেডদের বিপক্ষে হামজা চৌধুরী মাঠে নামেন ততক্ষণে জয় প্রায় নিশ্চিত তার দল লেস্টারের। ৬৫ মিনিটে জাপানি ফরোয়ার্ড শিনজি ওকাজাকি ও ৭৮ মিনিটে ইসলাম স্লিমানির গোলে লিভারপুলকে ধরাশায়ী করে ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়নরা।

এই ম্যাচের ফল ছাপিয়ে বাংলাদেশের মানুষের কাছে এরমধ্যে আগ্রহের জায়গা করে নিয়েছেন হামজা। হামজা নিজে অবশ্য লেস্টারের হয়ে নামতে পেরেই খুশি। ইন্সট্রাগ্রাম আর টুইটারে পোস্ট দিয়ে লিখেছেন, ‘নিজ শহরের হয়ে খেলতে পারা দারুণ অনুভূতি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!