টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে ইন্দো-বাংলা যৌথ প্রশিক্ষন সম্প্রীতি-৮ এর সমাপনী ও সনদ পত্র বিতরণ

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

‘সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে ইন্দো-বাংলা যৌথ প্রশিক্ষণ সম্প্রীতি-৮-এর সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে আজ ১৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত বাংলাদেশ ভারতীয় হাই কমিশনার শ্রীমতি রিভা গাংগুলী দাস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামিম।

এ সময় বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা উন্নয়নের অংশ হিসেবে যৌথ এ অনুশীলন ‘সম্প্রীতি’ অনুষ্ঠিত হচ্ছে।

গত ১ মার্চ থেকে প্রশিক্ষণটি শুরু হয়েছিলো। প্রশিক্ষণে উভয় দেশের ৬০ জন অফিসার, ২০ জন জেসিও ও ২৬০ জন অন্যান্য পদবীর সেনা সদস্য অংশ নেয়।

উল্লেখ্য, ২০১০ সাল হতে এক বছর অন্তর অন্তর এই অনুশীলন পর্যায়ক্রমে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত হচ্ছে। এ বছরের অনুশীলনের আভিযানিক ও প্রশিক্ষন কার্যক্রমের পাশাপাশী সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!