ঈদে ভিজিএফ চাল পাচ্ছেন ৪০৪৩.১৫ মেট্রিক টন

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দরিদ্র ও অতিদরিদ্র মানুষদের জন্য খাদ্য শস্য (চাল) বরাদ্দ দিয়েছে সরকার। ঈদের আগেই দশ কেজি হারে প্রত্যেক কার্ডধারীর (সুবিধাভোগী) মাঝে বিতরণ করা হবে ইউনিয়ন পর্যায়ে। ইতোমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা, জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পত্র প্রেরণ করা হয়েছে।

নীলফামারী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দফতর সূত্র জানায়, জেলার ছয় উপজেলায় ৪ লাখ ৪৩১৫ জনের মাঝে ৪০৪৩.১৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে। বরাদ্দ হওয়া খাদ্য শস্যের মধ্যে নীলফামারী সদর উপজেলা ৯০ হাজার ৬৯০ জনের মাঝে ৯০৬.৯০০ মেট্রিক টন, সৈয়দপুর উপজেলায় ৪৪ হাজার ৩২৬ জনের মাঝে ৪৪৩.২৬০ মেট্রিক টন, ডোমার উপজেলায় ৫৩ হাজার ৭০১ জনের মাঝে ৫৩৭.০১০ মেট্রিক টন, কিশোরীগঞ্জ উপজেলায় ৫৬ হাজার ৫৪৭ জনের মাঝে ৫৬৫.৪৭০ মেট্রিক টন, জলঢাকা উপজেলায় ৭৮ হাজার জনের মাঝে ৭৮০ মেট্রিক টন ও ডিমলা উপজেলায় ৬৭ হাজার ১৮৮ জনের মাঝে ৬৭১.৮৮০ মেট্রিক টন এবং জেলার চার পৌরসভার মধ্যে নীলফামারী পৌরসভায় ৪৬২১ জনের মাঝে ৪৬.২১০ মেট্রিক টন, সৈয়দপুর পৌরসভা ৪৬২১ জনের মাঝে ৪৬.২১০ মেট্রিক টন, জলঢাকা পৌরসভায় ৩০৮১ জনের মাঝে ৩০.৮১০ মেট্রিক টন এবং ডোমার পৌরসভায় ১৫৪০ জনের মাঝে ১৫.৪০০ মেট্রিক টন বিনামূল্যে বিতরণ করা হবে।
নীলফামারী জেলা ও ত্রাণ পুণর্বাসন কর্মকর্তা এ,টি,এম আখতারুজ্জামান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে গত বুধবার (১৪ জুন) বিকেলে পত্র পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে উপজেলা পর্যায়ে সংশিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!