টাঙ্গাইলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন সংক্রান্ত লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে আইনী সহায়তা প্রদানের উদ্যেশ্যে লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে ডিপিওডি অফিস প্রাঙ্গনে ২৭ জুলাই শনিবার প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর মাধ্যমে সকলকে সেবা প্রদানের লক্ষ্যে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড) এর আর্থিক সহায়তায় ব্লু ল ইন্টারন্যাশনাল এর তত্তাবধানে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিট এর সহযোগীতায় ডিজএ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট টাঙ্গাইল-ডিপিওডি এর আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের ডিপিওডি সভাপতি মো. মজিবুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান আনছারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছিলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেক আলী, ব্লাষ্ট টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট খন্দকার আমিনা রহমান, ডিপিওডি এর নির্বাহী পরিচালক মোঃ শহিদুল ইসলাম ও টিপিইউএস এর নির্বাহী পরিচালক মো. ছাইফুল ইসলাম। লিগ্যাল এইড ক্যাম্পের শুভ উদ্ধোধন করেন ছিলিমপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শাহান আলী। এসময় প্রায় একশত পঞ্চাশজন প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশু উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!