রুদ্র ম আল-আমিন এর কবিতা- একটা আলো দাও

একটা আলো দাও

রুদ্র ম আল-আমিন

একটা আলো দাও,,,
পূবালী বানে নিভু নিভু জলে,
আধারে পথ, কেওটের দল,
বাস করে পথের দু’ধারে।
ফনিমনসার ঝোপে
কথা কয়, রাত্রি দুপুর সারাক্ষন ভরে ;
আমি ডরাই না,
ডরাই শুধু অন্ধকার যেখানে মেলে।
জোনাক বাতিও আলো দেয় মোরে,
বনবিড়াল
তোবুও মাঝে মাঝে ছো মারে,
যতসব বাদুড়চোষা
আর ডাহুকের প্রতিধ্বনি।
একটা আলো দাও,,,,
ওপারে মা মুখ তুলে ব’সে আছে,
বিন্নি ধানের খই আর দই
নিয়ে যাব দিদির কাছে।
প্রাতঃরাস সেরে ফিরিব দখিনা ধারে
ছলছল চেয়ে থাকে দুজনা মিলে
“পথ ভুলে যাব নাহি মোরে ”
দেবী পূজা পার্বনে,
এমনই কথা হয় রুদ্রের বাড়িতে ব’সে।

One thought on “রুদ্র ম আল-আমিন এর কবিতা- একটা আলো দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!