শাহীন চৌধুরী ডলি’র কবিতা-একদিন ছিলাম সন্নিকটে

একদিন ছিলাম সন্নিকটে
— শাহীন চৌধুরী ডলি

আমাকে যে ভুলেছে
আমিও রাখি না তাকে হৃদে
অনতিক্রম্য দূরে সরে
উপলব্ধি দিই
একদিন ছিলাম সন্নিকটে।

সঙ্গোপন অশ্রুপাতে ভিজে
দুটি আঁখি লাজে
দৃষ্টিকে লুকিয়ে খাঁজে
অবিরাম পথ খোঁজে
বিহঙ্গ নিনাদে।

দিনাতিপাতে তিগ্মাংশু ঢলে
আধখানা হিমাংশু মেঘাবরণে
কর্ণকুহরে চুপিসারে ঋক্ষরা কয়
গমনোন্মুখে না আটকাও ত্রাসে
অস্তাচল নাশে উদয়াচল হাসে।

নব্য আলোয় আনকোরা ভোর
মুক্তোদানায় আচ্ছাদিত নীহার
শাপলা-শালুকের অনুপ্রাস
ব্যাঙ্গমা-ব্যঙ্গমীর সুরধ্বনি
পশ্চাৎপদ আকিঞ্চন হুতাশ।

আমাকে যে ভুলেছে
আমিও রাখি না তাকে হৃদে
অনতিক্রম্য দূরে সরে
উপলব্ধি দিই
একদিন ছিলাম সন্নিকটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!