এস.এম. নূরুজ্জামান রতন এর কবিতা- একদিন শীতের সকাল

একদিন শীতের সকাল
-এস.এম. নূরুজ্জামান রতন

একদিন শীতের সকাল
একা একা হেঁটে চলছি নিরবে
কোথাও কোন সারা শব্দ নেই,
একা একা হেটে বেড়াচ্ছি নীরবে।
নাই কোন কলরব শব্দ
মনে হচ্ছে যেন জনমানব শূন্য
নাই কোন যানবাহন চলাচল ব্যবস্থা।
একা একা হেঁটে চলছি অনেক দূরে
একদিন শীতের সকাল।

একদিন শীতের সকাল
একা একা অনেক দূরে যেয়ে
দেখতে পেলাম নদীর তীরে
নদীর পানিতে প্রচন্ড স্রোত
নদীর তীরে যেয়ে……
দেখতে পেলাম অনেক দূরে
এক ঝাঁক উড়ন্ত পাখি
ঘুরছে তারা ধীরে ধীরে
ঘুরছে তারা কিসের নেশায়
জানেনা কেউ মনের আশা
পাখির কিচি-মিচি শব্দে
আমার মনকে করেছে উদাসীনতা
নেই আমার কোন ভাবনা চেতনা
যেন মনকে করেছে আরও প্রফুল্যতা
একদিন শীতের সকাল।

একদিন শীতের সকাল
পাখির ঝাঁক ভিন্ন রূপে চলছে তারা
উড়ন্ত পাখি ডানা মেলে
চলছে নদীর চারিদিকে
কি এক নিবির আনন্দ উল্লাসে
একদিন শীতের সকাল।

একদিন শীতের সকাল
হরে রকমের পাখি দেখে
মন হচ্ছে আনন্দ উত্তাল তরঙ্গ
আনন্দ উল্লাসে মগ্ন হয়ে
মন করছে চিন্তা ভাবনা চেতনাহীন
একদিন শীতের সকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!