এশিয়া কাপ ক্রিকেটের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

 

আগামী ২৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশে বসবে প্রথমবারের মতো টি২০ ফরম্যাটের এশিয়া কাপ ক্রিকেট। এ লক্ষ্যে রোববার ১৫ সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা অনেকটাই কয়েক দিন আগে ঘোষিত টি২০ বিশ্বকাপের স্কোয়াডের মতোই।

রোববার রাতে (বিসিবি) এশিয়া কাপের জন্য ১৫ সদেস্যর দল ঘোষণা করে। এতে দলে তামিমের জায়গায় সুযোগ পেয়েছেন বিপিএলে অসাধারণ খেলা ওপেনার ইমরুল কায়েস।

কয়েকদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিবি। সেই দলে অবশ্য নেই ইমরুল। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি সব খেলোয়াড়ই এই দলে রয়েছেন।

বাংলাদেশ দল : ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি ও আবু হায়দার রনি।

উল্লেখ্য,গত এশিয়া কাপে চোটের কারণে খেলতে পারেননি তামিম। এবার অবশ্য কারণটি ভিন্ন। ঘরে আসছে নতুন অতিথি। ব্যাংককে সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতেই তামিম আগাম ছুটি নিয়েছে বিসিবির কাছ থেকে। পিএসএলের খেলা শেষ করে দেশে ফিরেই ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেবেন তামিম।

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। তামিমের সন্তানের পৃথিবীর আলো দেখার কথা ২ মার্চ। সে সময় তিনি স্ত্রীর পাশে থাকতে চাইছেন। বিসিবিও তামিমকে ছুটি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!