বৈশাখের এই তিব্র গরমে কম্বল বিতরণ করেছেন ইউএনও

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কুষ্টিয়ায় অগ্নিকান্ডে সহায় সম্বল হারানো পরিবারের মাঝে বৈশাখের এই তিব্র গরমে কম্বল বিতরণ করেছেন ইউএনও!

গত শুক্রবার সকালে কুষ্টিয়ার হরিপুরে অগ্নিকান্ডে দিনমজুর জাকিরুলসহ দুটি পরিবারের সদস্যদের পড়নের কাপড় ছাড়া বসতবাড়িসহ সব পুড়ে ছাই হয়ে যায়। বিকেলে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন চৌধুরী সরেজমিন পরিদর্শন করেন এবং এই প্রচণ্ড গরমের মধ্যেও জাকিরুলের পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করেন ! তবে সহায়সম্বল হারনো পরিবারের মাঝে অন্যান্য সামগ্রী বিতরণ না করে শীতের কম্বল বৈশাখের এই তিব্র গরমের মধ্যে বিতরণ নিয়ে সমালোচনা করে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেন।

স্থানীয় পত্রিকার সাংবাদিক শাহরিয়ার ইমন রুবেল ওই অসহায় পরিবারের সাহায্য সহযোগীতার উদ্যোগ নিয়ে কয়েকজন সহকর্মীর সাথে আলাপ করেন। এছাড়াও তিনি শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ কর্মীদের সাথে আলাপ করেন।

পরে সকলের সিদ্ধান্ত অনুযায়ী চাউল, ডাউল, তৈল, কাঁচা বাজার, চিনি, আট, সুজি, মসলা, তোষক, বালিশ, মশারি, জামা কাপড়, মুরগি, বেডশীটসহ বেশ কিছু ব্যবহারিক জিনিসপত্র নিয়ে বিকেলে উপস্থিত হন আগুনে পুড়ে সহায়সম্বল হারানো ওই পরিবারের কাছে।

উদ্যোগী মানুষেরা খাদ্য সামগ্রী ও বস্ত্র ছাড়াও কিছু নগদ অর্থ অসাহায় পরিবার দুটির মাঝে নিজ হাতেই সুষ্ঠুভাবে বন্টন করেন । এ সময় আবেগে আপ্লুত হয়ে চোখের কোনে পানি জমে যায় অসহায় ওই পরিবারের সদস্যদের। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা ছাড়াও সমাজের সচেতন মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!