আগামী ১৬ থেকে ১৯ এপ্রিল এই বৈঠক হওয়ার কথা রয়েছে। দিল্লিতে এ ব্যাপারে আলোচনা করতে পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি-র একটি প্রতিনিধি দলের আসার কথা রয়েছে। ওই বৈঠকে মত্স্যজীবী এবং উদ্ধারকাজ সংক্রান্ত কয়েকটি বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হওয়ার কথা তাঁদের। কিন্তু তার আগেই এই বৈঠক নাকচ করে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। উপকূলরক্ষী বাহিনীর কথা উদ্ধৃত করে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে পাকিস্তানের সেনা আদালত। তাঁর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান। পাকিস্তান অভিযোগ তুলেছে, চরবৃত্তির কারণে বালুচিস্তান থেকে কুলভূষণকে গ্রেফতার করেছে সেনা। শুধু তাই নয়, কুলভূষণের স্বীকারোক্তির একটি ভিডিও প্রকাশ করে পাকিস্তান। কিন্তু ভারত তাতে আমল দেয়নি। পাল্টা ভারতও দাবি করেছে, কুলভূষণকে অপহরণ করেছে পাকিস্তান। কুলভূষণের মৃত্যুদণ্ড নিয়ে দু’দেশের মধ্যে টানাপড়েন চলছে। ভারত অভিযোগ করেছে, এ ব্যাপারে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে পাকিস্তান। কোথায় কুলভূষণকে রাখা হয়েছে, তাঁর অবস্থাই বা কী— এ সব বিষয়ে কোনও তথ্যই ভারতকে জনাচ্ছে না পাক সরকার। এ রকম অবস্থায় দু’দেশের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে প্রভাব পড়াটাই স্বাভাবিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।