গোপালপুরে কৃষ্ণাদের সংবর্ধনা

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে এ এফ সি অনূর্দ্ধ ১৬ নারী বাছাই গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক কৃষ্ণা রাণী সরকারসহ তার সতীর্থদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলা প্রশাসনের উদ্যেগে গোপালপুরের কৃতী খেলোয়ার দলের অধিনায়ক কৃষ্ণা রাণী সরকারসহ তার সতীর্থ রুমা, জোৎসা, মৌসুমী, স্বপ্না ও রত্নাকে ফুলের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা নিবার্হী অফিসার মাসুমুর রহমান, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জলিল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমুজ্জামন তালুকদার, উপজেলা ভাইসচেয়ারম্যান আব্দুল লতিফ (সিটি), সূতী ভি.এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ ও কৃষ্ণা গড়ার কারিগর বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপন প্রমূখ।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামের মেয়ে এ এফ সি অনুর্দ্ধ ১৬ চ্যাম্পিয়ন শীপের সি গ্রুপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জনের মধ্য দিয়ে কৃষ্ণারা তাদের দ্যুতি ছড়িয়ে দিয়েছে চারদিকে। এই দলের অধিনায়ক কৃষ্ণাসহ দলের ৬ জন খেলোয়ারই সূতী ভি.এম পাইলট উচ্চ বিদ্যিালয়ের শিক্ষার্থী। দেশের মুখ উজ্জল করে মঙ্গলবার বিকেলে গোপালপুর পৌছে সংবর্ধনা অনুষ্ঠানে কৃষ্ণা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন এখন আমাদের একটাই লক্ষ্য বাংলাদেশকে নারী ফুটবলে সাফল্যের স্বর্ণ শিখরে আরোহন করা। উপজেলা চেয়ারম্যান বলেন, এই সাফল্য শুধু গোপালপুর বাসীর নয় সারা দেশের। নারী ফুটবলে এই সফলতা ধরে রাখতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তথা সরকারের আরও সহযোগীতা বাড়ানোই এখন কাজ হওয়া উচিত।

মো. সেলিম হোসেন
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধ
বুধবার ০৭/০৯/২০১৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!