কেন্দ্রিয় ছাত্রদল নেতা ইসহাক সরকারকে গ্রেপ্তার দেখানো হয়েছে

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, ইসহাক সরকার এর বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে। সেই মামলার আলোকেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, ইসহাক সরকারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১৫৯টি মামলা রয়েছে।

এর আগে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে বনানীর একটি কমিউনিটি সেন্টার থেকে এই ছাত্রনেতাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল।

এদিকে বিএনপির পক্ষ থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করে বলেন, একের পর এক বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এভাবে তুলে নেয়ার মাধ্যমে সরকার তারুণ্যের শক্তিকে দমিয়ে রাখতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!