কোটা প্রথা সংস্কারের দাবিতে টাঙ্গাইলে গণপদ যাত্রা

আনোয়ার পাশা, সখীপুর(টাংগাইল) বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কোটা প্রথা সংস্কারের দাবিতে টাঙ্গাইলে গণপদ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ এপ্রিল রবিবার দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সরকারি সা’দত কলেজ শাখার নেতৃত্বে এ অনুষ্ঠানের আয়োজন করে। গণপদ যাত্রাটি শহীদ মিনার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সাইফুল্লাহ হায়দার,রিপন মন্ডল মোঃহাসান, মোঃরুবেল, সুদেব, মোঃ আনোয়ার পাশা প্রমুখ।

আন্দোলনকারীদের দাবি, কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নিয়ে আসতে হবে, কোটায় কোন ধরনের বিশেষ নিয়োগ দেওয়া যাবে না, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না, সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্কস ও বয়সসীমা নির্ধারন করতে হবে, কোটায় যোগ্যপ্রার্থী না পাওয়া গেলে শূণ্যপদগুলো মেধায় নিয়োগ দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!