খানসামায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৮৩। ট্যালেন্টপুল ৪৪, সাধারণ ৩৯

ভূপেন্দ্র নাথ রায়, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গত ১১ এপ্রিল প্রাথমিক সমাপনী  পরীক্ষার বৃত্তি ফলাফলে দিনাজপুরের খানসামায় প্রাথমিকে মোট ৮৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। সারা বাংলাদেশে ২০১৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৮২৫০০ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়।  এর মধ্যে মেধা কোটায় ৩৩ হাজার এবং সাধারণে ৪৯ হাজার ৫০০ জন বৃত্তি পায়। খানসামা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব বোরজাহান কবির জানান, দিনাজপুর জেলার খানসামা উপজেলায় ১৪২ টি প্রাথমিক বিদ্যালয় এবং ১৬ টি কিন্ডার গার্টেন থেকে ৩৯৫৩ জন শিক্ষার্থী ডিআর ভুক্ত হয়। এর মধ্য ৩৭৭২ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করে ৩৫৭৫ জন শিক্ষার্থী পাশ করে। পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৮১ জন। এ উপজেলায় জিপিএ ৫ পায় ১৬৮ জন এবং গড় পাশের হার ৯৪.৭৭%। ৮৮ জন বৃত্তিপ্রাপ্তের মধ্যে ৪৪ জন মেধা কোটায় এবং সাধারণ কোটায় বৃত্তি পায় ৩৯ জন। উপজেলায় সর্বোচ্চ জিপিএ ৫ এবং বৃত্তি পায় খানসামা থানা মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে। এ বিদ্যালয় থেকে মেধায় ১১ জন এবং সাধারণ কোটায় ৪ জন শিক্ষার্থী বৃত্তি পায়। তিনি আরো জানান, মেধা কোটায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ কোটার শিক্ষার্থীরা ২২৫ টাকা হারে বৃত্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!