খানসামায় ব্রীজের দুপাশের মাটি সরে গিয়ে চলাচলে চরম ভোগান্তি

 

ভূপেন্দ্র নাথ রায়, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরেরর খানসামায় বেলান নদীর উপরে নির্মিত একটি ব্রীজের দুইপাশের মাটি সরে গিয়ে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার ৬নং ইউনিয়ন পরিষদের পুলেরহাট স্থানে। ঘটনা সরেজমিনে দেখা যায়, ব্রীজটির গর্তে স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে সাময়িকভাবে মাটি ভরাট করা হচ্ছে। এলাকাবাসী জানায়, ব্রীজটি নির্মাণে সংশ্লিষ্ট ঠিকাদার উক্ত ব্রীজের নিচ পর্যন্ত ইট দিয়ে না গাথার কারনে বারবার এর দুই পাশের মাটি সরে যাচ্ছে। গত বছর বর্ষা ছাড়াও অন্যান্য সময়ে মাটি সরে যাওয়ার ব্যাপারটি প্রায়ই ঘটেছিল। যখনি এখানে খাদের সৃষ্টি হয়, তখন দুই-তিনদিন পর্যন্ত জন সাধারণ সহ কোন প্রকার যানবাহন চলাচল করতে পারে না। ব্রীজের পাশের বাসিন্দা রফিকুল হকের সাথে কথা হলে তিনি জানান, এই পথটি পশ্চিম হাসিমপুর থেকে খানসামা উপজেলা ও রানীরবন্দর মহাসড়ক যাওয়ার একমাত্র পথ। প্রতিদিন ব্যবসায়িক কারনে ভ্যান, টেম্পু, ট্রলি যাতায়াত করে কিন্তু এভাবে মাটি ব্রীজটির মাটি সরে যাওয়াতে ব্যবসার ক্ষতি হয়। এছাড়া কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলে তারা আক্ষেপ করে বলে, কী এ্যামন ব্রীজ বানানো হলো যা এখন ভোগান্তির কারন হয়ে যায়। এরকম দায়-দায়িত্বহীন কাজ করা হলো অথচ প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তি/ ব্যক্তিবর্গের বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহন করল না? এটা খুবই দু:খজনক ব্যাপার।
৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, সাবেক চেয়ারম্যানের আমলে কাজটি করা হয়েছে। সাময়িকভাবে জনসাধারণের চলাচলের জন্য পূর্বেও মতো এবারও মাটি ভরাট করে দেওয়া হচ্ছে। স্থায়ী কাজ করতে বাজেট বের করতে হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে ব্রীজটির স্থায়ী সমাধান করা হবে।


 

 

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!