শাহিন মামুন এর কবিতা-খামের মাঝে স্বপ্ন আঁকা

খামের মাঝে স্বপ্ন আঁকা

শাহিন মামুন

ডাকঘরের মেঝে কিংবা ডাক বাক্স

নয়তো কোন সরকারী-বেসরকারী অফিসের

ডাস্টবিনের কিংবা পুরনো কোন কাগজ বিক্রেতার ঘরে

খাকি রঙের যে খামগুলো তোমরা দেখ

তা হয়তো রঙ্গে খাকি রঙ,

কিন্তু এই খাকি রঙের খামের মাঝেই

লুকিয়ে থাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত

লাখো বেকার যবুক-যুবতীর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন।

কেউ হবে ডাক্তার-ইনঞ্জিনিয়ার, কেউ হবে সরকারী কর্মকর্তা

কেউ বা হবে আবার মানুষ গড়ার কারিগর শিক্ষক-শিক্ষিকা।

গ্রীষ্মের তাপদাহ, বর্ষার বৃষ্টি নয়তো বা কনকনে শীতে

ডাকপিয়ন তার সাইকেলের বেল বাজিয়ে

ডাকে উচ্চস্বরেঃ বাসায় কেই আছেন

আপনার চিঠি আছে চাকুরীর কোন এক দফতরের।

স্বপ্ন ভরা চোখে ছুটে যায় ডাক পিয়নের কাছে

বেকার যবুক-যুবতীরা আগামীর স্বপ্ন পূরণের খোঁজে।

পরীক্ষা হয় অতপর ভাইবা

তবুও ওদের স্বপ্ন পূরণ হয়না কভু ঘুষ বাণিজ্যের কাছে।

মেধাবী থাকে বেকার আর চাকরী হয় ওদের

যাদের রাজনীতি আর মামা-চাচার জোর আছে।

মেধাবী থাকে বেকার আর চাকরী করে

মেধাবীর সহপাঠী লাস্ট বেঞ্চের

সেই ছাত্র কিংবা ছাত্রীটি এই বাংলাদেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!