গাগা কিংবা শ্রেয়া ছাড়া কারো সঙ্গে ডুয়েট গাইবো না: নোবেল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সারেগামাপা’য় তৃতীয় হওয়া নোবেল ডুয়েট গান গাইতে ইচ্ছুক নন, যদি তার সহশিল্পী লেডি গাগা অথবা শ্রেয়া ঘোষাল না হন। শুধু তাই নয়, নিজের ব্যান্ড দল ছাড়া অন্য সংগীতকারদের সঙ্গে কাজ করা নিয়েও আপত্তি রয়েছে তার।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নোবেল বলেন, ‘যদি লেডি গাগা হয় তাহলে তার সঙ্গে ডুয়েট গাইতে পারি। উপমহাদেশে আমার প্রিয় শ্রেয়া ঘোষাল, তার সঙ্গেও গাইতে পারি। বাংলাদেশ বা ভারতের কারও সঙ্গে ডুয়েট করব না।’

সারেগামাপা-র বিচারক মোনালি ঠাকুরের সঙ্গে গাইবেন কিনা? জানতে চাইলে নোবেল সাফ ‘না’ করে দেন।

তবে সিনেমায় একক গান গাইতে চান নোবেল।

সাক্ষাৎকারে সারেগামাপা-য় তৃতীয় হওয়া নিয়েও নিজের বিরক্তি গোপন করেননি। তিনি জানান, ভক্ত-দর্শকরা মানতে পারছেন না, যে তিনি তৃতীয় হয়েছেন।

এদিকে সম্প্রতি জাতীয় সঙ্গীত নিয়ে তার এক মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সারেগামা পায় তৃতীয় হওয়ার পর বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার বাংলা’ গানটির তুলনায় প্রিন্স মাহমুদের গান ‘সোনার বাংলা’ অনেক বেশি করে নাকি সেই দেশকে চেনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!