গৃহহীনদের জমিসহ গৃহনির্মাণ করে পুনর্বাসন করছে সরকার: ভূমিমন্ত্রী

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভাষাসৈনিক, বীরমুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, সারাদেশে জননেত্রী শেখ হাসিনা সরকার গৃহহীন পরিবারের প্রত্যেককে জমিসহ দুই কক্ষের বাসস্থান নির্মাণ করে পুনর্বাসন করছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আগামি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের অন্যান্য উন্নত রাষ্ট্রের কাতারে দাঁড় করানোর লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন।

গতকাল দুপুরে পাবনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন উপলক্ষে পাবনার চাটমোহর রেলওয়ে স্টেশনে আইনমন্ত্রী আনিসুল হক এম.পি. এসে পৌঁছালে তাঁকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. এসব কথা বলেন।

আইন মন্ত্রী আনিসুল হককে সংবর্ধনা জানাতে কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি মকবুল হোসেন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সাখোসহ অসংখ্য স্থানীয় নেতাকর্মী এসময় চাটমোহর স্টেশনে উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার জমি অধিগ্রহণকৃত ক্ষতিপূরণের টাকা তিনগুণ বৃদ্ধি করেছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো প্রকৃতপক্ষে আর ক্ষতিগ্রস্থ থাকবে না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ মানুষের সার্বিক চাহিদার উন্নয়ন ঘটানো হচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সফলতার কথা তুলে ধরেন ভূমিমন্ত্রী। মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, বাংলাদেশের প্রতিটি গৃহহীন পরিবারকে পুনর্বাসন ও আত্মকর্মসংস্থানের সুযোগ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর গৃহীত দশটি উদ্যোগ বাংলাদেশের দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাজারো সৈনিক এখানে স্বোচ্চার রয়েছেন। মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের মৌলিক অধিকার পূরণ ও দেশে আইনের শাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি সকলকে সরকারের উন্নয়নকে ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এসময় অন্যান্যের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি মকবুল হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, ভূমিমন্ত্রীর একান্ত সচিব জাকির হোসেন ও সহকারি একান্ত সচিব বশির আহমেদ বকুল, আইন মন্ত্রীর পিএস মো. মাসুম, জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!