গোপালপুরে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

‘আমরাও উন্নয়নের মূল ধারায় যুক্ত হতে চাই’ প্রতিপাদ্যে গোপালপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও উন্নত জীবনের সন্ধানের আয়োজনে সোমবার দুপুরে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ছয় মাসের প্রশিক্ষণ সমাপণীতে আলমনগর ইউনিয়নের হতদরিদ্র ও প্রতিবন্ধী ১৭ জনকে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

উন্নত জীবনের সন্ধানের নির্বাহী পরিচালক মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌরমেয়র রকিবুল হক ছানা।

মো. হাসানুল কবীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন প্রমূখ। উপস্থিত ছিলেন কাউন্সিলর আল মামুন, সাবেক জিএস শেখ ফেরদৌস ওয়াহিদ রিপন, সাংবাদিক সেলিম হোসেন, প্রশিক্ষক আসমাউল হুসনা, সমাজ সেবক আলা উদ্দিন ও রাণী বেগম প্রমূখ।


উল্লেখ্য, ‘উন্নত জীবনের সন্ধানে’ সংস্থাটি ২০০৯ সালে কার্যক্রম শুরু করে। এ পর্যন্ত তারা স্বাস্থ্য সেবা দিয়েছে ৫০ জনকে, হুইল চেয়ার বিতরণ করেছে ৪ জনকে, ট্রাই সাইকেল ২ জনকে, ক্র্যাচ, সাদাসরি ও এলভো বিতরণসহ সেলাই মেশিন এর পূর্বে আরো ৫০টি, কম্পিউটার প্রশিক্ষণ ১০ জনকে ও ১১১ জনকে ছাগল বিতরণ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!