গোপালপুরে সংঘর্ষের ঘটনায় বিএনপি-জামায়াতের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ৩০০জনকে আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ। রোববার (০২ সেপ্টেম্বর) রাতে গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আসলাম উদ্দিন বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় ৩৬জনের নামসহ আরো অজ্ঞাতনামা ২৫০জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামীরা হচ্ছেন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম লেলিন, বিএনপি কর্মী চান মিয়া, সুমন, সোহেল রানা, মোঃ উজ্জল মিয়া, রাজু, সাইফুল ইসলাম, হাবিবউন নবী টুন্ডা হাবিব, খালিদ হাসান উত্থান, রাবন, তাহাজ্জৎ, নুরুল ইসলাম, মামুন, রোমান, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, আঃ গফুর, মামুন, ফারুক, কামরুল, বাবু, মনজু, মোঃ ফরহাদ, জুলহাস মিয়া, মোঃ মিজানুর রহমান, জহের, মিনা বেগম, সাহেরা খাতুন, আমিনুল ইসলাম, মামুন মিয়া, জিয়া, বেলায়েত, বুলবুল, মীর উজ্জল ও উজ্জল মিয়া।
সকল আসামী বিএনপি-জামায়াতের নেতাকর্মী বলে মামলায় বাদি উল্লেখ করেছেন।
উল্লেখ্য, শনিবার রাতে কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ শফিকুল নামে এক যুবককে ৩৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তার নামে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়। রোববার সকালে শফিকুলের এলাকাবাসী রাস্তা অবরোধ করে যানবাহন ভাংচুর শুরু করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এসময় এলাকাবাসীর ইটপাটকেল নিক্ষেপে ছয় পুলিশ সদস্য আহত হয়। আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল আমিনুল ও জোবায়েরকে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। এসময় ঘটনাস্থল থেকে সুমন ও সোহেল নামে দুইজনকে আটক করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!