সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত সবাই বাংলাদেশি

 

 

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

আজ বুধবার সন্ধ্যায় জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) আলতাফ হোসেন নিশ্চিত করেছেন, সৌদি আরবের মক্কায় সিডর কোম্পানীর শ্রমিক ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫জনের সবাই বাংলাদেশি নাগরিক।

নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার আলোকদিয়া গ্রামের আব্দুস সবুরের ছেলে শরিফুল ইসলাম, ঘাটাইলের পেচারআটা গ্রামের নান্নু মিয়ার ছেলে আরিফ হোসেন, দেওপাড়া গ্রামের সিকদার পাতার ছেলে হানিফ, মাটিয়াটা গ্রামের চান মাসুদের ছেলে শহিদুল ইসলামএবং বিবাড়ীয়া জেলার কসবা উপজেলার আব্দুল ভুইয়ার ছেলে সোহেল রানা। তারা সবাই সিডর কোম্পানীতে কর্মরত ছিলেন।

আলতাফ হোসেন জানান, নিহতদের পরিচয় জানার পর নিহত এবং আহত বাংলাদেশিদের ক্ষতিপুরণ আদায়ের জন্য কোম্পানির সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমানে তাদের লাশ মক্কার আল নুর হাসপাতালের হিমঘরে রাখা আছে।

জানা গেছে গত ২৯ডিসেম্বর বৃহস্পতিবার ৫টার দিকে সৌদি আরবের মক্কা শহর হতে ৩৫ কি: মি: দূরবর্তী তায়েফ জেদ্দা বাইপাস সড়কের কাছে তরিক আল-খাওয়াজাত নামাক স্থানে সিডর কোম্পানির শ্রমিক ভিলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ৪জন নিহত হন এবং ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে মক্কা আল-নূর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুইজনে অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তার।

আহতরা হলেন, ময়মনসিংহ জেলার গরগাও উপজেলার নওটানা গ্রামের মোহাম্মদ ইসমাইলের ছেলে খায়রুল,চরকামারী গ্রামের মকবুল মিয়ার ছেলে রুবেল, নয়াপাড়া গ্রামের সূলতান মিয়া। এর মধ্যে খাইরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিউতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!