গ্রেনেড হামলা মামলার রায়ে আওয়ামীলীগ নেতাকর্মীরা উৎফুল্ল গোপালপুরে সমাবেশ, আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরণ

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

একুশে আগস্ট গ্রেনেড হামলার রায়ে সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু ও তার ভ্রাতা মাওলানা তাজুল ইসলামসহ ৪৯ আসামীকে ফাঁসি ও বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়ায় গোপালপুর উপজেলায় আনন্দের বণ্যা বয়ে যায়। কারাদন্ডপ্রাপ্ত আসামী আব্দুস সালাম পিন্টুর নির্বাচনী এলাকা এবং গ্রামের বাড়ি গোপালপুর উপজেলা হওয়ায় এখানে প্রশাসন সকাল থেকেই কড়া সতর্ক ব্যবস্থা নেয়। হামলার আশঙ্কায় আব্দুস সালাম পিন্টুর বাড়িতে বাড়তি নিরাপত্তা পাহারা বসানো হয়। আজ বুধবার সকাল নয়টায় টাঙ্গাইল -২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এবং গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদারের নেতৃত্বে প্রায় দশ হাজার নেতাকর্র্মী নলিন নইমউদ্দীন উচ্চবিদ্যালয় মাঠে অবস্থান নেন। সেখানে চলে টানা সমাবেশ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, হেমনগর ইউনিয়ন চেয়ারম্যান রওশন খান আইয়ুব, ঝাওয়াইল ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, নগদাশিমলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সালাম, ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন আয়নাল , হাদিরা ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক আমিনুল ইসলাম নিক্সন, ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আজাহারুল ইসলাম প্রমুখ। বক্তারা ঘোষিত রায দ্রুত কার্যকর এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। রায় ঘোষনার পর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে আব্দুস সালাম পিন্টুর গ্রামের বাড়ি কুটির বয়রার দিকে রওনা হলে পুলিশ বাধা দেয়। পরে আওযামীলীগ নেতাকর্মীরা নলিন তারাকান্দি-ভূঞাপুর সড়কে বসে প্রতিবাদ সভা করেন এবং নেতাকর্মীদের মিষ্টি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!