ঘাটাইলে প্রক্সি পরিক্ষার অভিযোগে তিনজনের জেল

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে ৩ ভুয়া দাখিল পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত ১০ ফেব্রুয়ারী (শনিবার) সহকারী কমিশনার (ভূমি) আম্বিয়া সুলতানা তাদেরকে এ জেল প্রদান করেন। শহরগোপীনপুর ফাজিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্তরা হলো ঘাটাইল উপজেলার মনতলা গ্রামের শহিদুলের মেয়ে মোছাঃ সীমা (১৮) , তালতলা গ্রামের ইব্রাহিমের মেয়ে মাহমুদা (১৮) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম গ্রামের বুলবুল মিয়ার মেয়ে তানিয়া (১৮)।

পুলিশ জানায়, গতকাল শনিবার শহরগোপীনপুর ফাজিল মাদরাসা কেন্দ্রে সাধারণ গণিত পরীক্ষায় মনতলা ইসলামীয়া দাখিল মাদরাসায় ১৪ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। বহু নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার পর সৃজনশীল পরীক্ষা চলাকালীন সময় ৯ জন ভুয়া পরীক্ষার্থী অংশ নেয়ার খবর কর্তৃপক্ষ জানতে পারে। খবর পেয়ে ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) আম্বিয়া সুলতানা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের প্রবেশপত্র চেক করেন। ভুয়া পরীক্ষার্থী প্রমান হওয়ায় তিন পরীক্ষার্থীকে আটক করা হয়। বিষয়টি টের পেয়ে বাকী ৬ ভুয়া পরীক্ষার্থী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে কক্ষের দায়িত্ব প্রাপ্ত ২ পরিদর্শককে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।

কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!