ঘাটাইলে মহান বিজয় দিবস উদযাপিত

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সারাদেশের ন্যায় আজ সোমবার (১৬ ডিসেম্বর) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৪৯তম বিজয় দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সূর্যোদয় সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে বিজয় উৎসব শুরু করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে ঘাটাইল উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), প্রেসক্লাব, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পন করে এবং সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকালে সরকারি জিবিজি কলেজ মাঠ প্রাঙ্গনে মুকুল একাডেমি, ঘাটাইল এসই উচ্চ বালিকা বিদ্যালয়, ঘাটাইল গন পাইলট উচ্চ বিদ্যালয়, শাহিন স্কুল, জিবিজি কলেজ সহ বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষার্থী কুচকাওয়াজ শারীরিক কসরত প্রদর্শন করে।
এ সময় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত জিবিজি সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে ইউএনও কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি আতাউর রহমান খান, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা (শিল্পী), সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!