ঘাটাইলে হ্যাচারীর বিষাক্ত বর্জ্য বন্ধে মানববন্ধন

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে সিপি হ্যাচারীর বিষাক্ত বর্জ্য বন্ধে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ কৃষকসহ এলাকাবাসী ৷
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের আকন্দের বাইদ এলাকায় সিপি হ্যাচারীর বিষাক্ত বর্জ্যে কৃষকের শত একর ধানের জমি ও ফসল নষ্ট এবং এর প্রভাবে পরিবেশের উপর বিরুপ প্রতিক্রিয়ার প্রতিবাদে উপজেলার মুল ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় ৷

মানববন্ধন শেষে একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অঞ্জন কুমার সরকারের কাছে প্রেরণ করেন।

এতে এর প্রতিকার ও ক্ষতিপুরনের দাবিতে এলাকার নারী পুরুষ মিলে মানববন্ধন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঐ এলাকার কৃষক মোঃ লস্কর আলী, মোঃ নুরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ গফুর মিয়া, শহিদুল ইসলাম, মোঃ আব্দুল জব্বার, আব্দুল হালিম সহ প্রায় অর্ধশতাধিক কৃষক।

মানববন্ধনে আসা স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষক লস্কর আলী জানান, আমাদের আবাদি কৃষি জমি ঘেষে গড়ে উঠা সিপি নামক একটি পোল্ট্রি ফার্মের বিষ্ঠা ও বিষাক্ত বর্জ্যের দুর্গন্ধে এলাকায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এতে একদিকে পরিবেশের বিপর্যয় ঘটেছে। অপরদিকে আবাদি ফসসি ধান গাছের গোড়া পচে একেবারে নষ্ট হয়ে যাওয়ায় আমাদের পথে বসার উপক্রম হয়েছে।
মানবন্ধনে প্রান্তিক চাষি দুই নারী ফিরোজা ও জমিলা খাতুন জানান, আমরা ব্যাংক ঋন নিয়ে বর্গাচাষ ও লিজ নিয়ে ধান আবাদ করেছি। বিগত ৫ বছর ধরে সিপি ফার্মের বর্জ ফেলে কমপক্ষে ৫০ একর জমির বেশীরভাগ ফসল নষ্ট করা হচ্ছে।

ফার্মের মালিকরা প্রভাবশালি হওয়ায় বার বার জানালেও কোন কাজ হচ্ছে না বলে তারা জানান। ফলে তারা কৃষকদের বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করেছেন বিক্ষুব্ধরা।

লিখিত অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অঞ্জন কুমার সরকার জানান, লিখিত অভিযোগ পেয়েছি।
পরিসংখান অফিসার ও কৃষি অফিসার সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করে ক্ষতির পরিমান নির্নয় করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!