স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় ঘুমিয়ে পড়লেন খাদ্যমন্ত্রী!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

৩২ টি সীমান্তবর্তী জেলার সংসদ সদস্যবৃন্দদের নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের অফিস পিলখানায় মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পাশেই তখন বসা ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। স্ক্রিনে ধারণকৃত ভিডিওচিত্রে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেয়ার সময় পাশে বসে নাক ডেকে ঘুমোচ্ছিলেন খাদ্যমন্ত্রী। অবশ্য ঘুমানোর আগেই তিনিও বক্তব্য দিয়েছেন।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দুপুরে সীমান্তবর্তী এলাকায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় রাখা বড় দুটি স্ক্রিনে দেখা যাচ্ছিল- আসাদুজ্জামান খাঁন কামাল কথা বলছিলেন। তখন তার পাশে বসেই ঘুমাচ্ছিলেন খাদ্যমন্ত্রী। বেশ কয়েক মিনিট ধরে চলছিল এ দৃশ্য। এ নিয়ে অনুষ্ঠানস্থলে কানাঘুঁষা শুরু হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অন্য ক্যামেরায় ধরেন ভিডিওগ্রাফার।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে ক্যামেরার স্ক্রিনে আনা হয়।

সকাল থেকে শুরু হওয়া সভায় বিজিবি, র‌্যাব, পুলিশ, জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া ৩২টি এলাকার জনপ্রতিনিধি ও জেলা শাসকেরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩১ মার্চ বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সংবাদ সম্মেলনে রাজউকের এক কর্মকর্তার ঘুম নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!