চট্টগ্রামে হারে শুরু ভাইকিংসের

এবার নিজঘরে হার দেখলো চিটাগং ভাইকিংস। আসরের চট্টগ্রাম পর্বের শুরুতে বরিশাল বুলসের কাছে ৩৩ রানে হার দেখলো তামিমবাহিনী।

চট্টগ্রামের জহুর আহমেদ মাঠে টস হেরে আগে ব্যাটিং শেষে চিটাগংকে ১৭১ রানের টার্গেট দেয় বরিশাল বুলস। জবাবে এক বল বাকি রেখে ১৩৭ রানে গুটিয়ে যায় চিটাগং ভাইকিংসের ইনিংস। বিআরবি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) আরও একবার ব্যাটে-বলে চৌকস নৈপুণ্য দেখালেন বরিশালের ক্যারিবীয় তারকা কেভন কুপার। চিটাগংয়ের বিপক্ষে ৪ ওভারের স্পেলে ২৮ রানে কেভন কুপার নেন তিন উইকেট। বরিশালের ব্যাট হাতে ম্যাচে ১১ বলে দুই ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন কুপার। এতে ম্যাচসেরা পুরস্কারও ওঠে কুপারের হাতে। বল হাতে ফর্ম জারি রেখেছেন আল আমিন হোসেনও। স্বদেশি এ পেসারের শিকার দুই উইকেট।

চট্টগ্রামের মাঠে ম্যাচের আগাগোড়া হতাশায়ই কাটে চিটাগং ভাইকিংস ভক্তদের। শুরুতে দলীয় মাত্র ১২ রানে বরিশাল বুলসের তিন উইকেট তুলে নিলেও শেষ পর্যন্ত খেই হারান চিটাগং বোলাররা। এতে সবচেয়ে ভোগান্তির ছবিটা ভাইকিংসের জিম্বাবুইয়ান পেসার এল্টন চিগুম্বুরার। দুই ওভারের স্পেলে চিগুম্বুরা দেন ৩৮ রান। এতে ইনিংস শেষে ১৭০ রানের বড় পুঁজি পায় বরিশাল বুলস। জবাবে ঠুনকো ব্যাটিংয়ে ১০ ওভার ফুরানোর আগেই ইনিংসের অর্ধেকটা উইকেট খোয়ায় চিটাগং ভাইকিংস। ১০ ওভার শেষে চিটাগংয়ের সংগ্রহ দাঁড়ায় ৫১/৫-এ। এনামুল হক বিজয় ১২ ও জিম্বাবুয়ে তারকা এল্টন চিগুম্বুরা উইকেট দেন ব্যক্তিগত ৫ রানে। আর ব্যক্তিগত ১৯ রানে উইকেট দেন চিটাগং ভাইকিংসের লঙ্কান ওপেনার তিলকরত্নে দিলশান। ১৭১ রানের বড় টার্গেটের পেছনে এর আগে অল্পতে উইকেট দেন চিটাগং ভাইকিংসের অপর ওপেনার তামিম ইকবাল। দলীয় ৭ রানে উইকেট বিসর্জন দেন চট্টগ্রামের এই ‘লোকাল বয়’। আর পাকিস্তানি ব্যাটসম্যান কামরান আকমল উইকেট দেন প্রথম বলে রান আউটে। দলীয় ৭৭ রানে ভাইকিংসের হার্ডহিটার ব্যাটসম্যান জিয়াউর রহমানের বিদায়ে আদতে সম্ভাবনা শেষ হয় চিটাগংয়ের।

ইনিংসের শেষদিকে পাকিস্তানি তারকা মোহাম্মদ আমির ১২ বলে দুই ছক্কায় ২০ রান তুলে নিলে হারজিতের ব্যবধানটা কিছুটা ছোট হয় কেবল। চট্টগ্রামের জহুর আহমেদ মাঠে ম্যাচের প্রথমার্ধে অধিনায়কোচিত নৈপুণ্য দেখান মাহমুদুল্লাহ রিয়াদ। চলতি বিআরবি বাংলাদেশ প্রিমিয়ার লীগে ব্যাট হাতে  নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন বরিশাল বুলস অধিনায়ক।

চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাহমুদুল্লাহ খেলেন ৪৫ বলে ৫১ রানের ইনিংস। এতে মাহমুদুল্লাহ হাঁকান তিন বাউন্ডারি ও একটি ছক্কা। চলতি বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে টস জিতে বরিশাল বুলসকে ব্যাটিংয়ে পাঠান চিটাগং ভাইকিংস অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট হাতে বরিশালের শুরুটা ছিল ভক্তদের কাছে ভয়াবহ। দলীয় মাত্র ১২ রানে তিন উইকেট খোয়ায় বরিশাল বুলস। উইকেট বিলিয়ে একে একে সাজঘরে ফেরেন বরিশালের ক্যারিবীয় ওপেনার এভিন লুইস ও স্বদেশি তারকা রনি তালুকদার, সাব্বির রহমান। তবে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও লঙ্কান অলরাউন্ডার সিকুগে প্রসন্নর ব্যাটে ধাক্কা সামাল দেয় তারা। পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহ-প্রসন্ন গড়েন ৭২ রানের জুটি। ১৭ ওভার শেষে বরিশাল বুলসের সংগ্রহ দাঁড়ায় ১২৮/৬-এ। ব্যক্তিগত ৩৬ রানে উইকেট দেন প্রসন্ন। আর বরিশাল ইনিংসের শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে ১১ বলে ২১ রান করেন ক্যারিবীয় তারকা কেভন কুপার। এতে ১৭০/৭ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে বরিশাল বুলস। চলতি বিপিএলে ৪ ম্যাচে বরিশাল বুলসের এটি তৃতীয় জয়। আর ৫ ম্যাচে চতুর্থ হার নিয়ে বিপিএল স্বপ্ন কঠিন হয়ে পড়লো চিটাগং ভাইকিংসের।
সংক্ষিপ্ত স্কোর
টস: চিটাগং ভাইকিংস, ফিল্ডিং
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভার; ১৭০/৭ (এভিন লুইস ৪, রনি তালুকদার ০, মেহেদি মারুফ ২৮, সাব্বির রহমান ০, মাহমুদুল্লাহ ৫১, নাদিফ চৌধুরী, ৭, প্রসন্ন ৩৬, কুপার ২১*, মোহাম্মদ সামি ৯*, আমির ২/২০, জিয়াউর রহমান ২/২৪,  দিলশান ১/৯, , শফিউল ইসলাম ১/৩৪, চিগুম্বুরা ১/৩৮।
বরিশাল বুলস: ১৯.৫ ওভার; ১৩৭ (তামিম ৬, দিলশান ১৯, কামরান ০, বিজয় ১২, নাঈম ইসলাম ৩৮, চিগুম্বুরা ৫, জিয়া ১৩, আমির ২০, শফিউল ১২, এনামুল হক (জুনিয়র) ৩, আসিফ হাসান ০*, কুপার ৩/২৮, আল আমিন ২/৩৪, মাহমুদুল্লাহ ১/৬, সামি ১/১৯, তাইজুল ইসলাম ১/২০)।
ফল: বরিশাল বুলস ৩৩ রানে জয়ী
ম্যাচ-সেরা: কেভন কুপার (বরিশাল)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!