চাকরি রাজস্ব খাতে নিতে আন্দোলনে স্বাস্থ্যকর্মীরা

সৈয়দ মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

চাকরি রাজস্ব খাতে নেওয়ার একদফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ডামুড্যা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে কর্মরত স্বাস্থ্যকর্মীরা।
শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিএইচসিপি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্দেশনায় এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
সিএইচসিপি অ্যাসোসিয়েশনের ডামুড্যা উপজেলা শাখার সভাপতি আয়শা আক্তার বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে ২০১১ সালে প্রধানমন্ত্রী সারাদেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। পরবর্তীতে সেই ক্লিনিকগুলোতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদে প্রকল্প ভিত্তিক নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে প্রকল্প শেষ হলে ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে সিএইচসিপি পদে কর্মরতদের চাকরি রাজস্বকরণে চিঠি দেয়া হয়। এরপরেও আমাদের চাকরি এখনো রাজস্বকরণ হয়নি।’
‘চাকরি রাজস্বকরণের একদফা দাবিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক বলেন, দাবি আদায় না হলে ২৩ জানুয়ারি জেলা সিভিল কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অবস্থান করর্মসূচি পালন করা হবে। পরে সিভিল সার্জন, জেলা প্রশাসক এবং জেলা পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বারকলিপি প্রদান করা হবে বলেও জানান তিনি।
সংগঠনের সদস্য মোঃ আফজাল শরীফ বলেন,সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৯টা বিকেল ৩টা পর্যন্ত তিনদিন এ কর্মসূচি পালিত হবে। পাশাপাশি দাবি আদায়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করা হবে।’
অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, উম্মে সালমা, মোঃ জসিম উদ্দিন, বিভিয়া সুলতানা, নুরুনাহার, রিফার জাহান, ফাতেমা, তামান্না ইসলাম, শিপ্লারাণী দাস, ফাহিমা।


কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!