বরগুনায় প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ভেঙে শিক্ষার্থী নিহত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বরগুনায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ভেঙে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে আরও তিন শিশু।

বিদ্যালয় ভবনটি ১৭ বছর আগে নির্মিত বলে একজন শিক্ষক জানিয়েছেন।

আমতলী থানার ওসি আবুল বাশার জানান, ছোট বগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানসুরা (৮) জেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের গেণ্ডামারা গ্রামের নজির হোসেনের মেয়ে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন চুন্নু বলেন, তিন কক্ষের একতলার এই বিদ্যালয় ভবনটিতে আগেই ফাটল ধরেছিল।

“শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ক্লাস চলার সময় একটি বিম ভেঙে পড়লে চার শিক্ষার্থী আহত হয়। তাদের হাসপাতালে নেওয়ার আগেই মাথায় আঘাত পাওয়া মানসুরার মৃত্যু হয়।”

এছাড়া রুমা আক্তার ও ইসমাইল হোসেনসহ আরও তিন শিক্ষার্থী আহত হলে তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে তিনি জানান।

শিক্ষক জাকির বলেন, “এই বিদ্যালয় ভবনটি ২০০২ সালে নির্মাণ করে সেতু এন্টারপ্রাইজ। এর মালিক আবদুল্লাহ আল মামুন বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদারের ভাগ্নে।”

ওসি বাশার চিকিৎসকদের বরাতে বলেন, “আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা অনেকটা আশংকামুক্ত।”

নিহত মানসুরার মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!