ডি. হুসাইন এর কবিতা- ছড়া

ছড়া
-ডি. হুসাইন

ছড়া হলো ছুরির মত ধারালো
আঁধার কেটে আলোয় ভুবন ভরালো ।
কিংবা ছড়া পিনের মত সূচালো
বিদ্ধ করে জরাগুলো ঘুঁচালো ।

ছড়া হলো ছন্দ সাগর, কারু নদীর ঢেউ
সাঁতরে যাবে এমন সাহস কেউ করেনা কেউ ।
ছড়াতরী বইতে গেলে পড়তে হবে খুব
নইলে কিন্তু একটু পরে গভীর জলে ডুব ।

ছড়া ফোঁটায় হরেক রকম রকমারি ফুল
ছন্দ তালে অন্ত্যমিলে যাহার নাই’কো তুল
ছড়া হলো জাদুর জগত খুবই মজাদার
করতে ভ্রমণ ছড়ার দেশে, দার টেনে দাও দার ।

ছড়া পড়ে যদি তোমার উছলে ওঠে দিল
বুঝবে ছড়া খাসা করা সঠিক অন্ত্যমিল ।
স্বপ্নছড়া, কল্পছড়া, ভাবনা রঙের ফুল
সত্যছড়া চিনতে কিন্তু করোনা-কো ভুল ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!